বিশ্বকাপের শেষ আটের চূড়ান্ত সূচি, দেখুন কার সঙ্গে কার লড়াই
বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের লড়াই শেষ। এবার কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ। সেমিফাইনালে ওঠার টক্কর। শেষ আটের সূচি চূড়ান্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ ষোলোর লড়াইয়ে সুইৎজারল্যান্ড হেরেছে সুইডেনের কাছে। আর টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে ইংল্যান্ড। ৭ জুলাই সামারা এরিনাতে সুইডেনের বিরুদ্ধে নামবেন হ্যারি কেনরা।
স্পেনকে টাইব্রেকারে রুখে শেষ আটের টিকিট পেয়েছে আয়োজক রাশিয়া। উল্টোদিকে, ডেনমার্ককে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে ক্রোয়েশিয়ার হাতেও শেষ আটের গেটপাস।৭ জুলাই সোচির ফিস্ত স্টেডিয়ামে আয়োজক রাশিয়ার মুখোমুখি হচ্ছেন লুকা মদ্রিচরা।
প্রি কোয়ার্টারে জাপানের বিরুদ্ধে অবিশ্বাস্য কামব্যাক ঘটিয়ে শেষ আটে পৌঁছেছে বেলজিয়াম। অন্যদিকে নেইমার ম্যাজিকে ভর করে মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে রাউন্ড অফ এইটে ব্রাজিল। ৬ জুলাই কাজান এরিনায় ব্রাজিল বনাম বেলজিয়াম মহাযুদ্ধ।
রাউন্ড অফ সিক্সটিনে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে ছিটকে গেছে মেসির আর্জেন্তিনা। অন্যদিকে, রোনাল্ডোদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে। ৬ জুলাই নিঝনি নভগরোদে সেমিফাইনালে ওঠার যুদ্ধে নামবে ফ্রান্স ও উরুগুয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -