কলকাতা: বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। শনিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ (Sreela Majumdar Demise) করেন তিনি। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই চলছিল তাঁর। শেষপর্যন্ত হার মানতে হল কর্কট রোগের কাছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেজগতে। আজই কেওড়াতলা মহাশ্মশানে শ্রীলা মজুমদারের (Sreela Majumdar) শেষকৃত্য সম্পন্ন হবে।                


বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। একটি নাটকের মহড়া থেকে সিনেমার জগতে তাঁকে নিয়ে এসেছিলেন স্বনামধন্য পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমেই চলচ্চিত্র জগতে তাঁর হাতেখড়ি। তবে তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি 'একদিন প্রতিদিন'। তাঁর জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের (Goutam Chatterjee) ‘মহীনের ঘোড়াগুলি’। 


মৃণাল সেনের (Mrinal Sen) মোট ছটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শ্যাম বেনেগালের ছবি 'মাণ্ডি'-তে শ্রীলা অভিনয় করেছিলেন ওম পুরীর সঙ্গে। ফুলমণির চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। তারপর শ্যাম বেনেগালের আরও একটি ছবি 'আরোহন'-এ আবার ওম পুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার। মৃণাল সেনের ছবি খারিজ-এ তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেন। মৃণাল সেনের শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালান-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রয়াণ বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রপতন।                       


অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রয়াত শ্রীলা মজুমদারের (Sreela Majumdar) প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন , 'আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে আমরা শোকাহত। শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী যিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি এবং আমরা তার অনুপস্থিতি অনুভব করব। তার পরিবারে প্রতি আমার সমবেদনা'।


আরও পড়ুন: Bhavatharini: ক্যান্সারের সঙ্গে থামল লড়াই! প্রয়াত সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার মেয়ে ভবতারিণী