কলকাতা: আজ কালরাত্রি। শ্বশুরবাড়িতে প্রথমদিন শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chottoraj)। গতকাল, অর্থাৎ শনিবার সাবেকি প্রথা মেনেই তিনি বিয়ে করেছেন কাঞ্চন মল্লিককে (Kanchan Mallick)। সকালে কনকাঞ্জলির মতো সমস্ত রীতিনীতিও পালন করেছেন তিনি। আর শ্বশুরবাড়িতে প্রথমদিন কেমন কাটছে শ্রীময়ীর? পালন করছেন কালরাত্রির সব নিয়মকানুন? 


বাঙালি বিয়েতে সাধারণত, বিয়ের পরের দিনটি কালরাত্রি হিসেবে পালন করা হয়। এদিন মুুখ দেখার নিয়ম নেই বর-বধূর। সেই প্রথা পালন করছেন শ্রীময়ীও। এবিপি লাইভকে (ABP Live) শ্রীময়ী জানালেন, তাঁর সঙ্গে শ্বশুরবাড়িতে এসেছে দিদির মেয়ে। তাঁর সঙ্গেই আজ থাকবেন শ্রীময়ী। যেহেতু শ্বশুরবাড়িতে আজ কাঞ্চনের সঙ্গে থাকার নিয়ম নেই তাঁর, তাই অন্যান্য আত্মীয়দের সঙ্গেই সময় কাটাচ্ছেন শ্রীময়ী। এছাড়াও শ্রীময়ীর জা, ভাসুর, কাঞ্চনের বন্ধু ও তাঁর স্ত্রী রয়েছেন নববধূর সঙ্গে। শ্রীময়ী আরও জানিয়েছেন, সমস্ত রীতিনীতি মেনেই বিয়ে হোক, এমনটাই চেয়েছিলেন তিনি। আর তাই, কালরাত্রির নিয়মও পালন করবেন তিনি।


আগামীকাল বৌভাতের যাবতীয় রীতি পালন করবেন শ্রীময়ী। আর ৬ তারিখ রয়েছে বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবে ইন্ডাস্ট্রির বিভিন্ন বন্ধুরা ও পরিবারের সবাই। এই দিনের জন্যও বিশেষ পোষাক ডিজাইন করেছেন শ্রীময়ী নিজেই। কাঞ্চনের নাকি একেবারেই সাজগোজ পছন্দ নয়, আর তাই গুরুদায়িত্ব পালন করতে হয়েছে নববধূকেই। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো বিয়ের অনেক ঝলকই শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। এবার সবাই তাকিয়ে রয়েছেন তাঁদের রিসেপশনের বিশেষ সাজ দেখার জন্যই।


বিয়ের খবর প্রকাশ্যে আসা থেকে শুরু করে রেজিস্টি, রিসেপশন... সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নিয়ে বারে বারেই কটাক্ষের শিকার হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। তবে সেই সমস্ত কুকথাকে মোটেই তোয়াক্কা করেননি তাঁরা। শ্রীময়ীর ইচ্ছা ছিল প্রথা মেনে বিয়ে করার। ঠিক সেই মতোই যাবতীয় রীতিনীতি পালন করে বিয়ে করেছেন শ্রীময়ী। এবার শুরু তাঁদের নতুন সফরের।


 






আরও পড়ুন: Sreemoyee-Kanchan: লাল বেনারসিতে সাবেকি বিয়ে, আর তারপরেই 'বড় সিদ্ধান্ত' নিলেন শ্রীময়ী!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।