ভাইরাল ভিডিও: সাবেকি সাজে গাড়ি চালালেন শুভশ্রী, পাশে শাশুড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2020 07:39 AM (IST)
ব্যাকগ্রাউন্ডে বাজছিল রাজ-পরিচালিত ‘পরিণীতা’ ছবির গান ‘তোমাকে’। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কলকাতা: ইদানীং সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় রাজ-শুভশ্রী। সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভালবাসার ওমে ভরা গৃহকোণের ছবি পৌঁছে দিচ্ছেন অনুরাগীদের কাছে। কখনও রাজের মায়ের কোলে শুয়ে আদুরে বৌমা শুভশ্রী। এভাবেই শাশুড়ি বৌমার সম্পর্কের মিষ্টি মধুর দিকটি বারবার উঠে আসছে রাজের ইনস্টা-পোস্টে। এবার রাজ চক্রবর্তীর মা’কে গাড়ি করে ঘোরালেন বৌমা। চালকের আসনে শুভশ্রী নিজেই। বাইরে থেকে সেই ভিডিও রেকর্ড করলেন রাজ। ব্যাকগ্রাউন্ডে বাজছিল তাঁরই পরিচালিত ‘পরিণীতা’ ছবির গান ‘তোমাকে’। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।