কলকাতা: মেঘলা দিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে নিলেন তিনি। ঘরোয়া পোশাক, আলো-আঁধারিতেই যেন ঝলমলিয়ে উঠলেন তিনি। তবে বাধ সাধল ক্যাপশান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)!
ট্রোলিং যেন পিছুই ছাড়তে চায় না নায়িকার। সদ্য সোশ্যাল মিডিয়ায় একরত্তি ছেলে ইউভানের একটি মজার ভিডিও পোস্ট করে ট্রোলড হয়েছিলেন নায়িকা। তার কারণ অবশ্য ইউভান নয়, শুভশ্রীর বলা কথা। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, একটি আয়রন ম্যানের মাস্ক পরে ঘরের মধ্যে খেলা করছে ইউভান। আর তাঁর সঙ্গে ইংরাজিতে কথা বলছেন শুভশ্রী। খুদেকে জিজ্ঞাসা করছেন নাম-পরিচয়। ইউভানও উত্তর দিচ্ছে মাকে। তবে শুভশ্রীর ইংরাজি উচ্চারণ শুনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোলিং করেছেন। অনেকে তাঁকে উপদেশ দিয়েছে মাতৃভাষাতেই কথা বলার। অনেকে আবার বলেছেন, একেবারেই ইংরাজি বলতে পারেন না শুভশ্রী। শুধু শুধু চেষ্টা করে হাস্যস্পদ হচ্ছেন নায়িকা। আর এরপরে, আজকে পোস্ট করা ছবিতেও ট্রোলিং পিছু ছাড়ল না শুভশ্রীর।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি পোস্ট করে নিয়ে শুভশ্রী লিখেছেন, 'নো মেকআপ, নো ফিল্টার ডে'। অর্থাৎ ছবিতে কোনোরকম ফিল্টার ব্যবহার করেননি তিনি। করেননি কোনও রূপটানও। তবে গোলযোগ বেঁধেছে এই ক্যাপশানেই। এক অনুরাগী লেখেন, 'এত সুন্দর করে ভ্রু আঁকা, কীভাবে এটা রূপটান ছাড়া সম্ভব?' অন্যজন আবার লেখেন, 'ভ্রু এঁকেছেন। ঠোঁটে ন্যুড লিপস্টিক, গালে টিন্ট.. এগুলো কি মেকআপ নয়?' আরেক অনুরাগী লিখেছেন, 'মেকআপ ছাড়া বলেও নায়িকারা কিছুটা সাজগোজ করেই ছবি দেন'। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ট্রোলিংয়ের অবশ্য কোনও উত্তর দেননি শুভশ্রী। তবে শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন মৌনী রায় (Mouni Roy) ও পার্নো মিত্র (Parno Mitra)। দুজনেই প্রশংসা করেছেন শুভশ্রীর লুকের।
আরও পড়ুন: Mithun Exclusive: চুল কেটে, মেকআপ ছাড়াই শ্যুটিং, মিঠুনদা চলে আসেন সময়ের আগেই: রাজ | ABP Ananda Live
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।