কলকাতা: একসময়ের দাপুটে অভিনেতা বর্তমানে দিন কাটাচ্ছেন আর্থিক অনটনে। টলিউডে এমন উদাহরণ নতুন নয়। ফের অভিনেতাদের বয়সকালীন দুরবস্থার ছবিটাকে মানুষের চোখের সামনে নিয়ে এল শঙ্কর ঘোষালের ঘটনা। একসময়ের দাপুটে এই অভিনেতা কলকাতার রাস্তায় ভিক্ষা করছিলেন জীবন চালানোর জন্য। খবর ছড়িয়ে পড়তেই অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতার দিকে। এবার তাঁকে শ্যুটিং ফ্লোরে নিয়ে এলেন সুদীপা চট্টোপাধ্যায়।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন সুদীপা। সেখানে শ্যুটিং ফ্লোরে হাসিমুখে দেখা গিয়েছে তাঁকে। আর সঙ্গে শঙ্কর ঘোষালকেও। পোস্টটি শেয়ার করে সুদীপা লিখেছেন, 'ভেবেছিলাম আর শ্যুটিং করব না। কিন্তু শঙ্করদার জন্য সিদ্ধান্ত বদল করতে হলো। শ্যুটিং করলাম দারুন অভিনেতা শঙ্কর ঘোষালের সাথে। যাঁরা ওনাকে সাহায্য করতে ওনার অ্যাকাউন্ট নম্বর চাইছেন, তাঁদের আমার আন্তরিক ধন্যবাদ। কিন্তু ওনার সাহায্যের নয়, কাজের প্রয়োজন। অভিনেতা তো? লাইট, রোল ক্যামেরা আর অ্যাকশন শুনেই দেখুন কত খুশী। আমরাও ওনাকে পেয়ে আপ্লুত,সমৃদ্ধ। আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ শব্দটা বড় কম। তবু, ধন্যবাদ।'
এই প্রথম নয়, শঙ্কর ঘোষালের জন্য কাজের আর্জি জানিয়ে এর আগেও ফেসবুক পোস্ট করেছিলেন সুদীপা। শঙ্কর ঘোষালের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, উনি বর্ষীয়ান ও যথেষ্ট গুণী একজন অভিনেতা। কাজের অভাবে ওনার ভিক্ষাবৃত্তি বেছে নেওয়াটা আমাদের কাছে লজ্জার।' কাজের অভাবে ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন মহানায়কের এই সহ অভিনেতা। হাতিবাগানের মতো জনবহুল অঞ্চলে তাঁকে হাত পাততে দেখেছেন অনেকেই। সেই খবর জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় প্রবীণ অভিনেতার জন্য কাজ চেয়ে একটি পোস্ট শেয়ার করেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এরপরেই শঙ্কর ঘোষালের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।
তবে কেবল আর্থিক সাহায্য নয়, একজন অভিনেতার জন্য জরুরি হল শ্যুটিং ফ্লোরে ফেরা। তাই পোস্টে অ্যাকাউন্ট নম্বর দেননি সুদীপা। বরং বিভিন্ন প্রযোজনা সংস্থাগুলির কাছে কাজের আর্জিই জানালেন তিনি।