Swastika Ghosh Exclusive: এক সময়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে শ্যুটিং করতেন, এখন তাঁকে দেখতেই বাড়ির সামনে ভিড়

Swastika Ghosh Exclusive Story: কলকাতার বাইরে, মফঃস্বলে বেড়ে ওঠা, অভিনয় নিয়ে কেরিয়ার তৈরি করা। স্বস্তিকা যখন ফিরে যান মথুরাপুরে, নিজের শিকড়ের কাছে, তখন কেমন প্রতিক্রিয়া পান পাড়া-প্রতিবেশীর থেকে?

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পরিবারের কেউ কখনও অভিনয় করেননি। কলকাতা থেকে বেশ অনেকটা দূরে, মথুরাপুরের এক মধ্যবিত্ত বাড়িতেই তাঁর বড় হয়ে ওঠা। কিশোরী মেয়েটার স্বপ্ন ছিল.. অভিনয় করবেন।

Related Articles