কলকাতা: রাস্তার ওপর রাখা একজোড়া হাওয়াই চটি। ছবির ক্যাপশানে কোনও মন্তব্য নেই, কথা নেই। কেবল একটি ফুল ও দুটি পাতার ছবি। কথা না বলা সেই ছবিই বলে দিচ্ছে অনেক কথা। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সদ্য পোস্ট করা ছবি ঘিরে তোলপাড় অনুরাগীদের মধ্যে। অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শ নিয়েও উড়ে এল কটাক্ষ, বিদ্রুপও।


আজ সোশ্যাল মিডিয়ায় একজোড়া হাওয়াই চটির ছবি পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে অবশ্য তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভর্তি বিভিন্ন প্রয়োজনীয় ফোন নম্বর, বেড, খাবার বা অক্সিজেনের খোঁজ। তারমধ্যেই নেটাগরিকদের চোখ টানল এই হাওয়াই চটির ছবি। আজই তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনেই কি এই ছবি পোস্ট করলেন টলি অভিনেত্রী? সেই বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। তবে তাঁর পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা। অনেকেই স্বস্তিকার এই পোস্টকে নারীশক্তির সমর্থন হিসেবে দেখছেন। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক মত নিয়ে। একজন লিখেছেন,' ক্যাপশানে জবা ফুল! ভালো করে পুজো করলে পরের বছর টিকিট পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।' অনেকে আবার ইঙ্গিতপূর্ণ ভাবে লিখেছেন, 'নির্বাচনের ফলাফলের পর কিনলেন নাকি আগে থেকেই কেনা ছিল?' একজন লিখেছেন, 'এত দেরিতে আর টিকিট পাওয়া যাবে না।' তবে এইসমস্ত মন্তব্যের কোনও উত্তর দেননি অভিনেত্রী। বরং তাঁর অনুরাগীরা অনেকেই লিখেছেন, 'কেউ কাউকে সম্মান জানাতেই পারেন। এর মধ্যে রাজনীতি খোঁজার কোনও কারণ নেই।'



এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতি সম্পর্কে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেছিলেন, 'আমি ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আর সবার জন্য কাজ করার এত লোক.. ভিড়...। আমি এমনিতেই অনেকের জন্য অনেক কিছু করি। আমার বাবা ছোটবেলা থেকে বলেছিলেন, বাঁ হাত করলে যেন ডান হাত না জানতে পারে। যাঁরা এত দেশের দশের কাজ করছে তাঁদের জন্য আমাদের শুভেচ্ছা, আমরা যারা তিন-চারজন পড়ে থাকব, তারা বরং বেশি বেশি করে সিনেমাটাই করব। ওটা করতেই আমি বেশি ভালোবাসি।‘