কলকাতা:  অন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। দুদিন আগে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে জ্বরও রয়েছে অভিনেত্রীর বলে জানা গিয়েছে।

চিকিত্সকরা পরীক্ষা করে জানিয়েছেন, আপাতত শনিবার পর্যন্ত তনুশ্রীকে হাসপাতালে রাখতে হবে। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি 'দূর্গা সহায়'। এই মুহূর্তে তিনি দুটি ছবি 'সমান্তরাল' এবং 'মাইকেল'-এর কাজ শেষ করেছেন। 'মাইকেল' ছবিতে তনুশ্রীর সঙ্গে অভিনয় করছেন মীর, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া অন্যান্যরা।