Tumpa Shona Dance Viral: গলা ভেঙে কাহিল, তবু হতোদ্যম নন তৃণা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2021 04:43 PM (IST)
সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। এখনও বাকি রিসেপশন। অনুষ্ঠান শেষ হলেও ফুরোয়নি আনন্দের রেশ! ফুলসজ্জার রাতে মধ্যরাত পর্যন্ত 'টুম্পা সোনা'-র তালে আসর মাতালেন বর কনে, অর্থাৎ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।
কলকাতা: সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। এখনও বাকি রিসেপশন। কিন্তু এর মধ্যেই কাহিল হয়ে পড়েছেন বর-কনে! কারণ? অনুষ্ঠান শেষ হলেও ফুরোয়নি আনন্দের রেশ! ফুলসজ্জার রাতে মধ্যরাত পর্যন্ত 'টুম্পা সোনা'-র তালে আসর মাতালেন বর কনে, অর্থাৎ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণার একটি ভিডিও। রীতি অনুযায়ী গতকাল বউভাত ও ফুলসজ্জা ছিল তাঁর। সাধারণত এই দিনটিতে বিভিন্ন রীতি পালন করা হয়। ফুলের সাজে সাজেন নববধূ। মালাবদল থেকে বিভিন্ন খেলা, চলে অনেক আচার অনুষ্ঠান। কিন্তু ভাইরাল ভিডিওতে একেবারে অন্য মেজাজে দেখা গেল 'খড়কুটো'- র নায়িকাকে। সাদা-নীল সালোয়ার কামিজে, খোলা চুলে একেবারে বাড়ির মেয়ে তৃণা। সবার সঙ্গে পা মেলালেন জনপ্রিয় গান 'টুম্পা সোনা'-র তালে। ঘরে বাজছিল ডিজে। জানা গেল, উপস্থিত ছিলেন বন্ধু থেকে শুরু করে তৃণার শ্বশুর শাশুড়িও। খোদ নববধূই বললেন, 'আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো। এক্কেবারে বন্ধুর মত। আর আমার কাজটাকে ভীষণ বোঝেন, সমর্থন করেন। আমি তো আজ থেকেই শ্যুটিং-এ জয়েন করেছি। অন্য কোনও বাড়ি হলে জানি না এমন করে বউভাতের পরের দিন কাজে ফেরা হত কি না!' আগের রাতে পার্টি করে গলা ভেঙেছে তৃণার! কিন্তু তাতে কমেনি আনন্দ। বললেন, 'এই গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন জায়গায় যাওয়া রয়েছে। তারপর ১৪ তারিখ রিসেপশন। সেইসঙ্গে কাজও চলছে জোরকদমে।' নীল-তৃণার রাজকীয় বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণার কাছে সেটাই বিশাল পাওয়া। মুখ্যমন্ত্রী ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন তৃণা ও নীলের কাছের বন্ধু ও আত্মীয়রা। তাঁরা সবাই এসেছিলেন নবদম্পতিকে আর্শীর্বাদ করতে। আনন্দে, আলোয় সেই সন্ধ্যায় মেতে উঠেছিল অর্কিড গার্ডেন। ১০ বছরের প্রেম, তারপর বিয়ে। 'তৃনীল'- এর বিয়ে যেন রুপকথার মত। প্রথমে হুডখোলা গাড়িতে চড়ে, তারপর বোটে করে ভেসে বিয়ের আসরে আসেন নীল। আর সেখানে সাবেকি সাজে সেজে অপেক্ষা করছিলেন নীলের রাজকন্যা। বিয়ের আচার থেকে শুরু করে সিঁদুরদান, নীল-তৃণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় 'হট কেক'। দীর্ঘ প্রেমের পর এই বিয়ে যেন স্বপ্নপূরণ, মনে করছেন তাঁরা। তৃণার হোয়াটসঅ্যাপ ডিপিকে জ্বলজ্বল করছে বিয়ের ছবি। সেখানে তৃণাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নীল। আর হাসিতে মাখামাখি হয়ে নীলকে জড়িয়ে রয়েছেন সোহাগিনী তৃণা।