কলকাতা: তাঁর আগামী ছবি পরিচালনা করছেন যিনি, তাঁর মাথায় জাতীয় পুরস্কারের মুকুট। শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করে, পরিচালক বন্ধু রামকমল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও দেব (Dev)। '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ (69th National Film Awards) 'নন ফিচার ফিল্ম' (Non Feature Film) বিভাগে বিশেষ উল্লেখ (Special Mention) পেয়েছে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের (Ram Kamal Mukherjee) ছবি 'এক দুয়া' (Ek Duaa)। এষা দেওল তখতানি অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পায় ২০২১ সালে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাঁর আগামী ছবি 'বিনোদিনী'-র শ্যুটিং। রুক্মিণীর সঙ্গে দ্রৌপদীকে নিয়ে নতুন ছবির ঘোষণাও করে ফেলেছেন তিনি। আর পরিচালক বন্ধুর সাফল্যে লম্বা নোট লিখলেন পর্দার 'সত্যবতী'। 


বিনোদিনীর ক্ল্যাপস্টিক ধরে রয়েছেন রামকমল। তার আড়ালে রয়েছেন রুক্মিণী। লম্বা বিনুনি আর ডোরা কাটা শাড়িটা ছাড়া আর বাকি সাজ আড়ালেই রয়েছে। অভিনেত্রী লিখছেন, 'জাতীয় পুরস্কার! এটা বিশাল ব্যাপার। আমার বন্ধু, আত্মবিশ্বাসের খনি, আমার রাত ১টায় ফোন করার মানুষ, আমার সমস্ত বিটিএস আড়ালে রাখার মানুষ, আর হ্যাঁ... আমার প্রিয় পরিচালক। প্রথম জাতীয় পুরস্কার সবসময় বিশেষ..'এক দুয়া'-র জন্য অনেক শুভেচ্ছা।'


 






সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন দেব-ও। যদিও বিনোদিনী ছবিতে অভিনয় করছেন না তিনি। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে দেব। শ্যুটিং চলাকালীন মাঝে মাঝে হাজিরও হয়ে যেতেন তিনি। সেই ক্যামেরার আড়ালের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখেছেন, 'আমার এবং গোটা বাঙালিদের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। আমার ছবি 'বিনোদিনী'-র পরিচালক রামকমল জাতীয় পুরস্কার পেয়েছেন। আমরা সবাই তোমার জন্য ভীষণ ভীষণ খুশি। একজন সাংবাদিক থেকে পরিচালক হয়ে ওঠার তোমার যে সফর, তা সত্যিই আকর্ষণীয়, অনুপ্রেরণাদায়ক।'


 






প্রসঙ্গত, 'বিনোদিনী' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এরপরে, রুক্মিণীকে দ্রৌপদীর মতো চ্যালেঞ্জিং চরিত্রে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শকেরা। রামকমল-রুক্মিণীর এই জুটির থেকে প্রত্যাশা রয়েছে দর্শকদের। 


আরও পড়ুন: New Web Series: ওয়েব সিরিজে এবার 'নাপিত' মধুরিমা বসাক, প্রকাশ্যে 'লেডি ক্যুইন জেন্টস পার্লার'-এর পোস্টার