কলকাতা: দিন গোনা শুরু। মুক্তির অপেক্ষায় ওম রাউত (Om Raut) পরিচালিত, প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ইতিমধ্যেই ছবির গান ও ট্রেলার বেশ মনে ধরেছে দর্শকের। সকলেই এই ছবির ভাল হবে, সেই আশাতেই রয়েছেন। 


এবার ছবির টিমের পক্ষ থেকে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানাযাচ্ছে, আদিপুরুষ পরিচালক ওম রাউত বলেছেন যে বিশ্বাস করা হয় যে যখনই পৃথিবীতে রামায়ণ পাঠ করা হয় বা প্রদর্শিত হয় তখন ভগবান হনুমান উপস্থিত থাকেন। তাই চলচ্চিত্রের প্রযোজকদেরকে ভগবান হনুমানের সম্মানে প্রতিটি প্রেক্ষাগৃহে একটি আসন খালি রাখতে বলেছেন তিনি৷ 


আরও পড়ুন...


Hair Growth: লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার


ছবিতে, দেবদত্ত নাগকে হনুমান চরিত্রে দেখা যাবে, যার ভগবান রামের সাথে ঘনিষ্ঠ বন্ধন রয়েছে এবং অপহৃত জানকীকে উদ্ধার করার জন্য লঙ্কেশের বিরুদ্ধে যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


প্রসঙ্গত, এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন কৃতি। অভিনেত্রী জানান, ' দর্শকের আশীর্বাদ ও ভালোবাসার জন্য়ই আমি আজ এই জায়গার দাঁড়িয়ে আছি। 'আদিপুরুষ' ছবিটি আমার কেরিয়ারের অন্য়তম গুরুত্বপূর্ণ ছবি। এখানে আমি জানকীর চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রে অভিনয়ের জন্য় বড় বড় অভিনেতাদেরও অনেক সময় লাগে। কিন্তু মাত্র ৯ বছরের কেরিয়ারেই এই চরিত্রে কাজের সুযোগ পেয়ে আমি আপ্লুত। এর জন্য় আমি দর্শকের কাছে কৃতজ্ঞ।'


উল্লেখ্য, 'U' সার্টিফিকেট পেল প্রভাস ও কৃতীর 'আদিপুরুষ'। এই ছবির হিন্দি ভাষায় মোট দৈর্ঘ্য ১৭৯ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৫৯ মিনিট। 'আদিপুরুষ' ছবিটি একটি পৌরাণিক ড্রামা ঘরানার ছবি যা মহাকাব্য রামায়ণের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। শ্রীরামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যাননকে, লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে সানি সিংহকে। অন্যদিকে সেফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে। 


গত ৯ মে ছবির প্রথম ট্রেলার মুক্তি পায়। দর্শকের থেকে ট্রেলার প্রবল ভালবাসা ও প্রশংসা পায়। ছবির টিজার যদিও একেবারে বিপরীত প্রতিক্রিয়া পেয়েছিল। টিজার মুক্তির পর নিম্নমানের ভিএফএক্সের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ওঠে বিতর্ক। 


ওম রাউত পরিচালিত, টি সিরিজ, ভূষণ কুমার  ও কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নায়ারের রেট্রোফিলস, প্রমোদ ও ভামসির ইউভি ক্রিয়েশন প্রযোজিত 'আদিপুরুষ' মুক্তি পাবে ১৬ জুন। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি।