নয়াদিল্লি: দিন গোনা শুরু। মুক্তির অপেক্ষায় ওম রাউত (Om Raut) পরিচালিত, প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। ইতিমধ্যেই ছবির গান ও ট্রেলার বেশ মনে ধরেছে দর্শকের। সকলেই এই ছবির ভাল হবে, সেই আশাতেই রয়েছেন। আর মুক্তির মাত্র কয়েকদিন আগে নির্মাতাদের তরফে ঘোষণা করা হল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (Central Board of Film Certification) ওরফে সিবিএফসি আনুষ্ঠানিকভাবে এই ছবিকে 'U' সার্টিফিকেট দিয়ে দিয়েছে।
CBFC থেকে 'U' সার্টিফিকেট পেল 'আদিপুরুষ'
'U' সার্টিফিকেট পেল প্রভাস ও কৃতীর 'আদিপুরুষ'। এই ছবির হিন্দি ভাষায় মোট দৈর্ঘ্য ১৭৯ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৫৯ মিনিট। 'আদিপুরুষ' ছবিটি একটি পৌরাণিক ড্রামা ঘরানার ছবি যা মহাকাব্য রামায়ণের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। শ্রীরামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যাননকে, লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে সানি সিংহকে। অন্যদিকে সেফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে।
সম্প্রতি 'আদিপুরুষ' ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। এই ট্রেলারের দৈর্ঘ্য ২ মিনিট ২৪ সেকেন্ড। এই ট্রেলারের শুরুতে দেখা যায় জানকীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে রাবণ। তাঁকে চ্যালেঞ্জ করছেন রাম, 'আসছি ন্যায়ের ২ পা দিয়ে অন্যায়ের ১০ মাথা কুচিয়ে দিতে।' অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।
গত ৯ মে ছবির প্রথম ট্রেলার মুক্তি পায়। দর্শকের থেকে ট্রেলার প্রবল ভালবাসা ও প্রশংসা পায়। ছবির টিজার যদিও একেবারে বিপরীত প্রতিক্রিয়া পেয়েছিল। টিজার মুক্তির পর নিম্নমানের ভিএফএক্সের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ওঠে বিতর্ক।
ওম রাউত পরিচালিত, টি সিরিজ, ভূষণ কুমার ও কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নায়ারের রেট্রোফিলস, প্রমোদ ও ভামসির ইউভি ক্রিয়েশন প্রযোজিত 'আদিপুরুষ' মুক্তি পাবে ১৬ জুন। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন: Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?