মুম্বই: বিতর্ক বা চর্চার কেন্দ্রবিন্দুতে সদ্য মুক্তি পাওয়া পৌরাণিক ছবি 'আদিপুরুষ' (Adipurush)। সংলাপ থেকে শুরু করে বিষয়বস্তু, চিত্রনাট্য.. সব বিষয়েই বিতর্ক, মতবিরোধ রয়েছে। দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নবীন থেকে প্রবীণ শিল্পীরা আপত্তি তুলেছেন এই ছবির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। আর এবার এবার আদিপুরুষ নিয়ে মুখ খুললেন রামানন্দ সাগরের পুত্র প্রেম সাগর।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেম সাগর বলেছেন, ' এর আগে আমি মনোজ মুন্তাসির যা যা কাজ দেখেছি, ভীষণ ভাল লেগেছে। আমার তো ওঁকে যথেষ্ট জ্ঞানী, হিন্দু ধর্মকে ভালবাসা ও শ্রদ্ধা করা একজন মানুষ বলেই মনে হত। সে ওনার বয়স যতই কম হোক না কেন! কিন্তু 'আদিপুরুষ'-এর মত ছবিতে উনি এই ধরণের সংলাপ লেখার কথা কল্পনাই বা কি করে করলেন! কোথাও কি সিদ্ধান্ত নিতে কোনও ভুল হয়ে গিয়েছিল? নাকি এই কাহিনী বর্তমান প্রজন্মের কথা ভেবে বানানো? কিন্তু যদি বর্তমান প্রজন্মের কথা ভেবেও বানানো হয়, তাহলে রামায়ণের নাম দেওয়ার কী প্রয়োজন ছিল। এটা তো মার্ভেলের গল্প নয়। বদল করার সময় ভুললে চলবে না এই কাহিনীর সঙ্গে বাল্মীকির নাম জড়িয়ে রয়েছে। তাহলে সম্পূর্ণ কল্পিত একটা গল্প বানালেই তো হত। কিন্তু যখনই আপনি বলছেন যে রামায়ণের কাহিনীর ওপর ভিত্তি করে আপনি ছবি বানিয়েছেন, তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। সেটা নিয়ে ছেলেখেলা চলে না। মানুষ ভক্তি করে এই ছবিটা দেখতে আসে। সরস্বতী সবার কাছে থাকে না। লক্ষ্মীও না। যে কোনও উপায়ে টাকাপয়সা অর্জন করলে যেমন লক্ষ্মীকে পাওয়া যায় না, তেমনই কিছু একটা তৈরি করে ফেললেই সেই শিল্পে সরস্বতী বসবাস করতে পারেন না। শিল্প একটা দায়িত্ব। আর সেটার ভুল ব্যবহার করা উচিত নয়। কেবল হিন্দুত্ব নয়, যে কোনও ধর্মকেই অবমাননা করা উচিত নয়। যেমন, আপনি খ্রীস্টান হোন বা বৌদ্ধ বা জৈন.. মিথ্যে কথা বলা সমস্ত ধর্মেই পাপ। এটাই তো সনাতন ধর্ম। এই দেশ, ভারতবর্ষ... সেখানকার প্রতিটা মানুষের মনে রামের প্রতিচ্ছবি রয়েছে। সেটা নিয়ে খেলা করা চলে না। শুধু তা কেন.. এখানে প্রতি বাড়িতেই হনুমানজীর পুজো করা হয়। সেই দায়িত্বকে মাথায় নিয়ে কাজ করতে হবে। যতই আধুনিক হয়ে যান, যতই স্পেশাল এফেক্টস দিয়ে দিন... রাম-রামই থাকে। তাঁকে ঘিরে ভক্তিটাও একইরকম থাকে। সেটাকে এমনভাবে চরিত্রায়ণ করা ঠিক হয়নি।'
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...