কলকাতা: তাঁর কন্ঠের যাদুতেই যেন ভক্তিভাব জাগে মানুষের মনে.. কীর্তনের প্রতি মানুষের ভালবাসা যেন নতুন করে জাগিয়ে তুলেছেন তিনি। একদিকে রাজনীতি সামলাচ্ছেন, অন্যদিকে চালিয়ে যাচ্ছেন সঙ্গীতচর্চাও। বৃহস্পতিবার, দক্ষিণেশ্বরের রটন্তী কালীপুজোর বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন সঙ্গীতশিল্পী। 


পর্দার প্লে-ব্যাক থেকে শুরু করে মঞ্চ.. বিভিন্ন জায়গাতেই বেশ জনপ্রিয় অদিতির মিষ্টি গলা। তবে তাঁর গান মূলত ভক্তিগীতি। শিল্পী সেভাবেই জনপ্রিয়তা পেয়েছেন তাঁর অনুরাগীদের মধ্যে। এদিন, রটন্তী কালীপুজোর অনুষ্ঠানেও তিনি আমন্ত্রিত ছিলেন মাতৃবন্দনার জন্যই। অনুষ্ঠানে গানও পরিবেশন করেন অদিতি। ভক্তরাও তাঁর গান শুনে ভাসেন আবেগে। ভক্তিভাব আর ভালবাসা যেন মিলে যায় অদিতির কন্ঠে। 


সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন অদিতি মুন্সী। গলায় সংক্রমণ হয়েছিল তাঁর। এই কারণেই বেশ কিছুদিন ভয়েস রেস্টে থাকতে হয়েছিল তাঁকে.. বাতিল করতে হয়েছিল অনেকগুলি অনুষ্ঠানও। তবে এখন সম্পূর্ণ সুস্থ শিল্পী, করছেন অনেক অনুষ্ঠানও। ছোটপর্দাতেও একাধিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে হামেশাই হাজির থাকেন অদিতি। বেশিরভাগ জায়গাতেই তাঁর পরিবেশনার গানের তালিকায় থাকে ভক্তিগীতি। সম্প্রতি মুক্তি পেয়েছে অদিতির একটি গানের অ্যালবাম। সেটিও বেশ জনপ্রিয় হয়েছে অনুরাগীদের মধ্যে। পাশাপাশি, বিধায়কের দায়িত্বও সামলাচ্ছেন অদিতি। তৃণমূল বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।


জানুয়ারি মাসে একের পর এক মুক্তি পেয়েছে অদিতি মুন্সীর নতুন অ্যালবামের গান 'বারো গানে বর্ষযাপন'। এক এক ঋতুকে তুলে ধরেছে সঙ্গীতশিল্পীর এক একটি গান। ভক্তিগীতির বাইরে, এই ধরণের গান অদিতির নতুন প্রয়াস। অনুরাগীরাও ভালবেসেছেন তাঁর এই নতুন উদ্যোগ। বিভিন্ন চ্যানেলের ভক্তিগীতির অনুষ্ঠানেও বেশ জনপ্রিয় অদিতি মুন্সী।


 






আরও পড়ুন: Anirban Bhattacharyya: পর্দায় নয়, এবার মঞ্চে গান শোনানোর পরিকল্পনা অনির্বাণের, বিনামূল্যে দেখতে পারেন আপনিও!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।