কলকাতা: বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে যে সমস্ত প্রেমের গুঞ্জন, তার মধ্যে অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও সিদ্ধার্থ (Siddharth)-এর প্রেমের গুঞ্জন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজস্থানে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন অদিতি। অন্যদিকে, অভিনেত্রী, রাজনীতিবিদ বিনা কাক (Bina Kak)-ও অদিতির সঙ্গে ছবি শেয়ার করেছেন। আর সেখানেই অদিতি আর বিনার সঙ্গে দেখা গেল সিদ্ধার্থকেও!
সোশ্যাল মিডিয়ায় বিনা যে ছবি শেয়ার করেছেন, সেখানে অদিতিকে স্নেহে আদরে ভরিয়ে দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'ভীষণ ভাল লাগে যখন ছোটা বাড়িতে দেখা করতে আসে। আর বিনা অদিতির সেই ফ্রেমে উঁকি দিয়েছেন সিদ্ধার্থও। তাঁর গালেও স্নেহের হাত রেখেছেন বিনা। অদিতি এই ছবির কমেন্টে লিখেছেন, 'গুড্ডি মাসি'। অদিতি আর সিদ্ধার্থ একসঙ্গেই রয়েছেন রাজস্থানে। তবে প্রেমের প্রসঙ্গে এখনও মুখে কুলুপ দুজনেরই।
বলিপাড়ায় গুঞ্জন, তেলুগু ছবি 'মহা সমুদ্রম' ('Maha Samudram')-এ অভিনয় করার সময় থেকেই সম্পর্কে জড়ান এই দুই তারকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুজনে একসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভাইরাল গান 'টম টম'-এ নাচ করেছেন দুজনে। অনুরাগীরাও খুব পছন্দ করেন এই দুই অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে দেখতে। কমেন্টবক্সে তাঁরাও উপচে দিয়েছেন ভালবাসা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অদিতির সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তাঁর ও অভিনেতা সিদ্ধার্থের নাম জড়িয়ে অনেক গুঞ্জনই কানে আসে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমি এখন কাজ করছি আর তাই আমি এসব দিকে নজর দিতে চাই না। মানুষ কথা বলবেই.. আপনি তাঁদের থামাতে পারবেন না। মানুষ যেটা করে আনন্দ পান, সেটা করবেন। আমি যেটা করে আনন্দ পাই সেটাই করছি। আমার এটা নিয়ে কোনও সমস্যা নেই। যতক্ষণ আমি ভাল পরিচালকের সঙ্গে কাজ করছি, ভাল কাজ পাচ্ছি, মানুষ আমায় দেখছেন, ভালবাসছেন, ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছু নিয়েই সমস্যা নেই।'
আরও পড়ুন: Dream Meaning: এই ৫টি জিনিস স্বপ্নে দেখলেই বিপদ সংকেত! জীবনে আসতে পারে দুর্ভোগ
আরও পড়ুন:Sugarcane Juice Benefits: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?