নয়াদিল্লি: শনিবার নতুন ছবির ঘোষণা করা হল, যেখানে একসঙ্গে দেখা মিলবে রণবীর সিংহ (Ranveer Singh), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), অক্ষয় খান্না (Akshaye Khanna), অর্জুন রামপাল (Arjun Rampal), আর মাধবনের (R Madhavan)। পরিচালনার দায়িত্ব নিয়েছেন আদিত্য ধর (Aditya Dhar)। ছবির কাস্টিং ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। 


আসছে আদিত্য ধরের নতুন ছবি, অভিনয়ে একগুচ্ছ তারকা


চোখধাঁধানো স্টারকাস্ট। সাদা কালো ছবিতে ঘোষণা করা হল নতুন সিনেমা। সঞ্জয় দত্ত, রণবীর সিংহ, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালকে দেখা গেল পরপর। তারই মাঝে পরিচালক আদিত্য ধর। এদিন পোস্ট শেয়ার করে ক্যাপশনে রণবীর লেখেন, 'এটি আমার অনুরাগীদের জন্য, যাঁরা আমার প্রতি এতদিন ধৈর্য্য রেখেছেন, এবং এইরকম একটি মোড় দেখার জন্য উৎসাহিত করেছে। আমি আপনাদের সকলকে ভালবাসি, এবং আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এইবার, এমন একটি সিনেমাটিক অভিজ্ঞতা যা আগে কখনও হয়নি। আপনাদের আশীর্বাদে, আমরা উৎসাহী শক্তি এবং টাটকা অভিপ্রায় নিয়ে এই দুর্দান্ত, বড় মোশন পিকচার অ্যাডভেঞ্চার সফর শুরু করি। এবার, এটা ব্যক্তিগত।'                                              


 






বাকি সকলেই এই পোস্টার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'আর আমরা আসছি। আদিত্য ধরের পরিচালনায়, জিও স্টুডিওজ ও বি৬২ স্টুডিওজের এই বহু প্রতীক্ষিত মেলবন্ধন আপনাদের দারুণ স্টারকাস্টের মাধ্যমে চোখ ধাঁধিয়ে দিতে তৈরি যা আগে কখনও দেখেননি।'


আরও পড়ুন: Prosenjit Chatterjee: '৯ দিন ধরে ডিপ্রেশনের মধ্যে রয়েছি', সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?


২০১৯ সালে 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক' (Uri: The Surgical Strike) পরিচালনা করেছিলেন আদিত্য। এই নতুন প্রজেক্ট যার এখনও নাম নির্ধারিত হয়নি, তার প্রযোজনার দায়িত্বেও আদিত্য ও ভাই লোকেশের 'বি৬২ স্টুডিওজ'। সঙ্গে 'জিও স্টুডিওজ'-এর জ্যোতি দেশপাণ্ডে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।