মুম্বই: বাবা হলেন বলিউড অভিনেতা, গায়ক এবং সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan)।  ফুটফুটে এক সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল। নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুখবরটা শেয়ার করে নিয়েছেন। 


গত ২৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের এক হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আদিত্য নারায়ণের স্ত্রী শ্বেতা আগরওয়াল। কিন্তু সঙ্গে সঙ্গেই সে কথা প্রকাশ্যে জানাননি তাঁরা। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখবরটা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন আদিত্য নারায়ণ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সর্বশক্তিমানের আশীর্বাদে গত ২৪ ফেব্রুয়ারি আমাদের কন্যা সন্তান জন্ম নিয়েছে।' অভিনেতা-সঞ্চালকের পোস্টে তাঁদের জীবনের নতুন অতিথিকে স্বাগত জানিয়েছে নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। অভিনেতা শান্তনু মাহেশ্বরী কমেন্টে লিখেছেন, 'দুজনকেই অভিনন্দন।' অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্ত লিখেছেন, 'অভিনন্দন আদিত্য নারায়ণ। কন্যা সন্তান জীবনের আশীর্বাদ। জীবনের নতুন একটা অধ্যায় উপভোগ করো।'



আরও পড়ুন - Jhund Update: জানেন কোন বলিউড সুপারস্টার 'ঝুন্ড' ছবির জন্য অমিতাভ বচ্চনকে রাজি করান?


এক সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ বলেন, 'সকলেই বলছিল যে আমার ছেলে হবে। কিন্তু আমি মনে মনে চাইছিলাম যে আমাদের মেয়ে হোক। আমি বিশ্বাস করি, বাবার সঙ্গে মেয়ের একটা গভীর যোগাযোগ থাকে। আমি অত্যন্ত খুশি যে আমাদের কন্যা সন্তান হয়েছে। শ্বেতা আর আমি বাবা-মা হওয়ার পর দারুণ অনুভব করছি।'


প্রসঙ্কত, চলতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় স্ত্রী শ্বেতা আগরওয়ালের অন্তঃসত্বা অবস্থার ছবি পোস্ট করে তাঁদের বাবা-মা হতে চলার খবর জানান আদিত্য নারায়ণ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেন গায়ক ও অভিনেতা আদিত্য নারায়ণ। ছবিতে তাঁর স্ত্রীর বেবি বাম্প স্পষ্ট। ছবি শেয়ার করে উদিত নারায়ণ পুত্র লেখেন, 'শ্বেতা আর আমি অসাধারণ অনুভব করছি। আমাদের প্রথম সন্তান আসছে। সকলে আশির্বাদ করুন।' সুখবর জানানোর পাশাপাশি হ্যাশট্যাগে 'বেবি অন দ্য ওয়ে' লিখেছেন আদিত্য।