Ukraine Russia Attack:  ইউক্রেনে টানা নবম দিন অব্যাহত রুশ আক্রমণ।  গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে চলছে দুই দেশের যুদ্ধ। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের অনেক শহরই বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই শহরগুলিতে আটকে পড়েছেন ভারতীয় সহ অন্যান্য অনেক দেশেরই নাগরিক।ইউক্রেনে আটক ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অনেকেই ইতিমধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশে পৌঁছে বিমানে করে ভারতে ফিরেছেন। ইউক্রেনে আটক ভারতীয়দের মধ্যে রয়েছেন প্রচুর মেডিক্যাল পড়ুয়াও। এরইমধ্যে রাশিয়া বলেছে, ইউক্রেনের খারকিভ ও সুমি থেকে ভারতীয় সহ অন্যান্য বিদেশী নাগরিকদের বের করে আনতে ১৩০ টি বাসের বন্দোবস্ত করা হয়েছে। রাশিয়ার ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান জেনারেল মিখায়েল মিজিনস্টেভ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। রুশ সংবাদসংস্থা তাস এ খবর জানিয়েছে। মিজিনস্টেভ বলেছেন, ভারতীয় পড়ুয়া ও অন্যান্য বিদেশীদের উদ্ধার করে আনতে আজ সকাল ছয়টা থেকে বেরগোরোদ অঞ্চলের নেখোতেয়েভকা ও সুদঝা চেকপয়েন্ট থেকে খারকোভ ও সুমি পাড়ি দিতে প্রস্তুত মোট ১৩০ টি বিলাসবহুল বাস। 


রাশিয়ায় পুতিনের দলের এক আইনসভা সদস্য বলেছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বের করে আনতে রুশ সরকার ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত ওই আইনসভা সদস্য নিজেই ইউক্রেন সীমান্তে পৌঁছে গিয়েছে। 


ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রথম নির্দেশিকা জারি হওয়ার পর এখনও পর্যন্ত ১৮ হাজার ভারতীয় ইউক্রেন থেকে বেরিয়ে এসেছেন। যদিও এখনও অনেক ভারতীয়ই ইউক্রেনে আটকে পড়ে রয়েছেন। 


যত দ্রুত সম্ভব ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে। আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেতে দুই বার কথা বলেছেন। প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে ইউক্রেন-সংকট সংক্রান্ত পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন।