মুম্বই : আর ১ বছর মাত্র। তারপর টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করা থামাবেন আদিত্য নারায়ন! সম্প্রতি একটি সাক্ষাতকারে এই কথা বলেছেন স্বয়ং উদিত নারায়ন পুত্র আদিত্য নারায়ন। ৩৩ বছর বয়সি এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের সঞ্চালক মনে করছেন, এবার তিনি আরও বড় কাজে হাত দেবেন। আর তাই টেলিভিশনে কাজ করা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


আদিত্য নারায়ন বলেছেন, 'টেলিভিশন থেকে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে চাই। একসঙ্গে একাধিক কাজ করতে আমার ভালোই লাগে। তা সত্বেও, একসঙ্গে একাধিক কাজে যুক্ত থাকাটা বেশ কঠিন। আর এবার বড় কিছু করতে চাই। তাই যে কোনও একটা কাজকে বেছে নিচ্ছি। গত ১৫ বছর টেলিভিশনে কাজ করে অনেক কিছু পেয়েছি। এবার সময় হয়েছে, সামনের দিকে তাকানোর।'


প্রসঙ্গত, খুব অল্প বয়স থেকেই টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে কাজ করেছেন আদিত্য নারায়ন। সেই সূত্র ধরেই তিনি জানিয়েছেন যে, তিনি যা খ্যাতি অর্জন করেছেন, তা টেলিভিশনে কাজ করার দৌলতেই। কিন্তু, যে কোনও সৃষ্টিশীল মানুষের কেরিয়ারে কখনও কখনও পরিবর্তন দরকার হয়। তাঁর ক্ষেত্রেও বিষয়টা তেমন। টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে অনেকদিন কাজ করা হয়ে গিয়েছে, এবার অন্য কোনও ভূমিকায় কাজ করতে চাইছেন তিনি।


আদিত্য নারায়ন বলেছেন, 'টেলিভিশনে কাজ করেই মুম্বইতে নিজের বাড়ি তৈরি করতে পেরেছি আমি। একটা গাড়ি আছে। ভাল জীবনও কাটাচ্ছি। তাই টেলিভিশনকে ছাড়ব না? টেলিভিশনেই কাজ করবো তবে সঞ্চালক হিসেবে নয়। যেমন ধরুন, কোনও প্রতিযোগীতায় একজন প্রতিযোগী হিসেবে অংশ নিতে পারি। অথবা কোথাও বিচারকের আসনেও বসতে পারি। নিজের ভূমিকাটা বদলাতে চাইছি বলেই আর সঞ্চালনা নয়।'


আদিত্য নারায়ন তাঁর বাবা উদিত নারায়নের মতোই একজন গায়কও বটে। আর তাঁর কথা শুনলেই পরিষ্কার বোঝা যায় যে, তিনি গান গাইতে বা মঞ্চে পারফর্ম করতে কতটা উপভোগ করেন। আদিত্য নারায়ন বলেছেন, 'আমার মধ্যে তো একজন গায়কও বেঁচে থাকে। আমি সবসময় কল্পনা করি যে, আমি মঞ্চে গান গাইছি। গোটা মঞ্চটা জুড়ে পারফর্ম করছি। সারা বিশ্বজুড়ে একের পর এক শো করছি। গত ১৫ টা বছর ধরে একই কাজ করেছি। এবার সত্যিই আমার কাজের চারিত্রিক একটু পরিবর্তন দরকার।'