মুম্বই: বলিউডে তিনি তখন নতুন পা রেখেছিলেন, কাউকে চিনতেন না। বয়স ছিল অল্প। আর তারই ফায়দা তুলেছিলেন বলিউডে দীর্ঘদিনের পোড়খাওয়া আদিত্য পাঞ্চোলি। এমনকী নেশার ওষুধ খাইয়ে ধর্ষণও করেন তাঁকে। বলিউডের এক প্রথিতযশা অভিনেত্রী আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে এই অভিযোগ করলেন।
৫৪ বছরের পাঞ্চোলির বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিষপ্রয়োগে ক্ষতি করার চেষ্টা, জোর করে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে আহত করা ও অপরাধমূলক ভীতিপ্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। যদিও পাঞ্চোলি অস্বীকার করেছেন যাবতীয় অভিযোগ।
অভিযোগকারিণী বলেছেন, ২০০৪-এ বড় তারকা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রাখেন তিনি। তখন আদিত্য পাঞ্চোলির সঙ্গে তাঁর পরিচয় হয়। সে বছরই তাঁর সঙ্গে এক পার্টিতে যান তিনি, এক গ্লাস পানীয় সেবনের পর তাঁর শরীর খারাপ লাগতে শুরু করে। আদিত্য তাঁর পানীয়ে কিছু মিশিয়ে দেন বলে তাঁর সন্দেহ। এরপর তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাস্তার মাঝখানে আদিত্য গাড়ি থামিয়ে দিয়ে তাঁকে ধর্ষণ করেন। তাঁর অজ্ঞাতে তাঁর ছবি তুলে নেন, পরের বার দেখা হলে তাঁকে বলেন, তাঁদের সম্পর্ক স্বামী স্ত্রীর মত, তাই সেভাবেই তাঁদের থাকা উচিত।
নায়িকার দাবি, সে কথা শুনে তিনি বলেন, আদিত্য তাঁর বাবার বয়সী, তিনি এমন কাউকে বিয়ে করতে চান, যিনি তাঁর সমবয়সী হবেন। এতে আদিত্য ওই ছবিগুলি বার করে তা প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল শুরু করেন। তাঁর বক্তব্য, সে সময় তাঁর বয়স অত্যন্ত কম ছিল, মুম্বইতে পরিচিত কেউ ছিল না। আদিত্য পাঞ্চোলি সেই সুযোগেরই সম্পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন।
এই এফআইআরের জেরে আদিত্য পাঞ্চোলি আদালত থেকে আগাম জামিনের আবেদন করেন। আদালত ১৯ তারিখ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে।
আদিত্য পাঞ্চোলি আমায় ব্ল্যাকমেল করেছিলেন, বলেছিলেন, স্বামী স্ত্রীর মত থাকতে, অভিযোগ করলেন প্রথম সারির বলিউড অভিনেত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
04 Jul 2019 02:04 PM (IST)
৫৪ বছরের পাঞ্চোলির বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিষপ্রয়োগে ক্ষতি করার চেষ্টা, জোর করে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে আহত করা ও অপরাধমূলক ভীতিপ্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -