এই ইনিংসের বিষয়ে রোহিত বলেছেন, ‘আমি ভাগ্যের সহায়তা পেয়েছি। ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে। ব্যাট করার সময় আমি ছোট বাউন্ডারির কথা ভাবিনি। কারণ, আমার কাজ হল মাঠের বাইরে বল পাঠাব। একবার জমে গেলে তখন বোলারদের উপর চাপ তৈরি করার চেষ্টা করি।’ ছক্কা গিয়ে পড়েছিল গ্যালারিতে দর্শকের গায়ে, তাঁকে সই করা টুপি উপহার দিলেন রোহিত
Web Desk, ABP Ananda | 04 Jul 2019 12:11 PM (IST)
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। এই ম্যাচের অন্যতম নায়ক রোহিত ৯ রানের মাথায় ক্যাচ তুলেছিলেন। তবে তামিম ইকবাল সহজ ক্যাচ ফস্কান।
বার্মিংহ্যাম: মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা যে পাঁচটি ছক্কা মেরেছিলেন, তাঁর একটি গিয়ে পড়ে গ্যালারিতে থাকা এক দর্শকের গায়ে। সেই দর্শকের সঙ্গে দেখা করে তাঁকে সই করা টুপি উপহার দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। এই উপহার পেয়ে আপ্লুত মীনা নামে ওই ভারতীয় সমর্থক। বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছে ভারত। এই ম্যাচের অন্যতম নায়ক রোহিত ৯ রানের মাথায় ক্যাচ তুলেছিলেন। তবে তামিম ইকবাল সহজ ক্যাচ ফস্কান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রোহিতকে। তিনি ৯২ বলে ১০৪ রান করেন।