নয়াদিল্লি:  স্বাভাবিক হল  হোয়াটস্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবা। গতকাল  বুধবার  সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামের ইউজারদের সমস্যার সম্মুখীন হতে হয়। সাইটগুলি বিগড়ে যাওয়ায় এই সমস্যা দেখা দেয়। ভারতে ইউজারদের প্রায় নয় ঘন্টা ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল আপলোড ও সেগুলি পাঠানোর মতো সমস্যার মুখোমুখি হতে হয়েছিল বলে খবর।  শেষপর্যন্ত  রাতেই এই সমস্যার সমাধান হয়। উল্লেখ্য, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানা ফেসবুকের। ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। এরপর রাতে পরিষেবা স্বাভাবিক হয়।

পরিষেবা বিগড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফেসবুকের পক্ষ থেকে ট্যুইটার মারফত জানানো হয় যে,  তাদের অ্যাপ ও প্ল্যাটফর্মগুলিতে কিছু ইউজারদের ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল আপলোড ও পাঠানোর ক্ষেত্রে যে সমস্যার হচ্ছিল, তার সমাধান হয়েছে এবং পরিষেবা ফের পুরোদস্তুর চালু হয়েছে। ইউজারদের অসুবিধার জন্য খেদও প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।




ইনস্টাগ্রামের ট্যুইটার হ্যান্ডেলের পোস্টে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।



ফেসবুকেও   লগইন, শেয়ার, ডাউনলোডের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় এই সমস্যা দেখা দিয়েছিল। ভারতেও পরিষেবা ব্যাহত হয়েছিল।

সমস্যার কথা মেনে নিয়ে ফেসবুক যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার কথা জানিয়েছিল।