কলকাতা: আবারও বলিউডে ক্রাইম থ্রিলার। ছবির নাম 'গুমরাহ'। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ও আদিত্য় রয় কপূর (Aditya Roy Kapur)। আর আগামীকাল অর্থাৎ বুধবার মুক্তি পাচ্ছে এই ছবির টিজার। অভিনেত্রীর ইন্সটাগ্রামের পোস্ট দেখে এমনই জানা যাচ্ছে। তবে শুধু ম্রুণালই নন, আদিত্য়ও তাঁর প্রোফাইলে টিজার রিলিজের খবর প্রকাশ্য়ে এনেছেন। এই পোস্টে অভিনেতা লেখেন, Do not trust easily! #Gumraah teaser out tomorrow! In cinemas from 7th April 2023.
এই ছবিতেই প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আদিত্য় রয় কপূর(Aditya Roy Kapur)। পাশাপাশি ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur) একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবি পরিচালনা করেছেন নবাগত পরিচালক বর্ধান কেতকর। তামিল ছবি 'তাধাম'-এর হিন্দি রিমেক এই ছবির ছত্রে ছত্রে রয়েছে সাসপেন্স।
আরও পড়ুন...
কুণাল গাঞ্জাওয়ালার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ দুই বাঙালি শিল্পীর
প্রসঙ্গত, সম্প্রতি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে আদিত্য় রয় কপূর(Aditya Roy Kapur) অভিনীত 'দ্য় নাইট ম্য়ানেজার'। যেখানে একেবারে অচেনা ঢঙে দেখা মিলেছে বলিউডের তারকা অভিনেতা আদিত্য রায় কপূরের। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে 'রিয়েল-লাইফ' ম্যানেজারের (Real Life Manager) ভূমিকায় দেখা মিলল অভিনেতার। হোটেলে ঘর নিতে আসা এক অতিথির হাতে তাঁর ঘরের চাবি তুলে দিতেও দেখা গেল আদিত্যকে। এই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন আদিত্য রায় কপূর (Digital Debut)। সন্দীপ মোদি পরিচালিত 'দ্য নাইট ম্যানেজার' (The Night Manager) এইমুহূর্তে দর্শকের পছন্দের তালিকায়। সিরিজে দেখা যাবে অনিল কপূর, আদিত্য রায় কপূর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়, রবি বহেলকে। এই সিরিজটি মূলত জন লে ক্যারের উপন্যাস 'দ্য নাইট ম্যানেজার'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে 'দ্য ইঙ্ক ফ্যাক্টরি' ও 'বানিজয় এশিয়া'।
প্রসঙ্গত, কাজ ছাড়াও অন্য একটি কারণেও এখন শিরোনামে আদিত্য রায় কপূর। শোনা যাচ্ছে তিনি নাকি গোপনে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। সম্প্রতি মুম্বইয়ে নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশনে তাঁদের একসঙ্গে পোজও দিতে দেখা যায়। যদিও নিজেদের সম্পর্কের ব্যাপারে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
আগামী ৭ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি।