অমিতাভের পর হ্যাকড আদনান স্বামীর ট্যুইটার অ্যাকাউন্টও, প্রোফাইল ছবি বদলে ইমরানের মুখ
Web Desk, ABP Ananda | 11 Jun 2019 06:53 PM (IST)
যে তুর্কি হ্যাকার গোষ্ঠী কয়েকদিন আগে বিগ বি-র ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল, আদনানের ট্যুইটার অ্যাকাউন্টেও তারাই কলকাঠি নেড়েছে।
মুম্বই: অমিতাভ বচ্চনের পর হ্যাকিংয়ের শিকার আদনান স্বামীও। এই পাকিস্তানি গায়ক ভারতেই থাকেন কয়েক বছর হল। যে তুর্কি হ্যাকার গোষ্ঠী কয়েকদিন আগে বিগ বি-র ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল, আদনানের ট্যুইটার অ্যাকাউন্টেও তারাই কলকাঠি নেড়েছে। ‘আইলদিজ টিম’ নামে গোষ্ঠীটি আদনানের ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি সরিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি লাগিয়ে বায়ো অর্থাত্ পরিচয়ও বদলে দেয়। পাকিস্তান ও তুরস্কের পতাকার ইমোজি সহ ‘আইলদিজ টিম লাভ পাকিস্তান’ কথাটাও বসিয়ে দেয় সেখানে। গত সোমবার রাত ১১টা ৪০ নাগাদ এই হ্যাকার দলটি অমিতাভের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে, নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের লিঙ্কও ট্যুইট করে লেখে, আপনার সমর্থনের অপেক্ষায় রইলাম! যদিও ওটাই ওদের ইনস্টাগ্রাম পেজ কিনা, খতিয়ে দেখা হয়নি। তবে খবর পেয়ে মুম্বই পুলিশ নিজেদের সাইবার শাখাকে বিষয়টি জানায়, তারা আধঘণ্টার মধ্যেই বলিউড সুপারস্টারের পেজটি পুনরুদ্ধার করে। অতীতে এই গোষ্ঠী আরও যেসব বলিউডি লোকজনের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল, তাঁদের মধ্যে অভিনেতা শাহিদ কপূর, অনুপম খেরও ছিলেন। প্রসঙ্গত, আগে পাকিস্তানের পাসপোর্ট ছিল আদনানের, ২০১৫ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব পান।