চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার পারফরম্যান্স খুব একটা ভাল না। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৪ রানে হারান মালিঙ্গারা। পাকিস্তানের সঙ্গে তাঁদের পরের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। বাংলাদেশের বিরুদ্ধে আজকের ম্যাচও বৃষ্টির জন্য এখনও শুরু হয়নি। ফলে শ্রীলঙ্কার সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ক্রমশঃ ফিকে হয়ে যাচ্ছে।