নয়াদিল্লি: প্রকাশ্যে এল সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত 'অ্যায় বতন মেরে বতন'-এর (Ae Watan Mere Watan) প্রথম লুক (First Look)। ছবির নির্মাতাদের তরফে নেতাজি জন্মবার্ষিকীতে টিজার প্রকাশ করা হল। সোমবার প্রাইম ভিডিওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে এই লুক।
প্রকাশ্যে 'অ্যায় বতন মেরে বতন' ছবির প্রথম লুক
'অ্যায় বতন মেরে বতন' ছবিটি ভারতের স্বাধীনতা সংগ্রামের নির্ভীক নায়কদের প্রতি অনুপ্রেরণামূলক শ্রদ্ধাঞ্জলি। সেই চরিত্রে এবার দেখা যাবে সারা আলি খানকে।
কর্ণ জোহর ও অপূর্বা মেহতা প্রযোজিত এই ছবির সহ প্রযোজক সোমেন মিশ্র। কন্নন আইয়ার পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন দারাব ফারুকি ও কন্নন আইয়ার। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি থ্রিলার-ড্রামা ঘরানার। ছবিতে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখতে পাওয়া যাবে সারাকে। এই ছবি দেখা যাবে প্রাইম ভিডিওয় প্রায় বিশ্বব্যাপী ২৪০-এর বেশি দেশে।
ছবির প্রথম ঝলক দেখে মনে হচ্ছে আলো আঁধারি ভরা এক ঘরে লুকিয়ে এসে রেডিওর মতো একটি যন্ত্রে নিজের বক্তব্য রাখছেন সাদা শাড়ি পরিহিতা যুবতী। যে চরিত্রে সারা। তাঁকে এমন 'নন গ্ল্যামারাস' লুকে বিশেষ দেখা যায়নি আগে। মূলত 'আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন' থেকে দেশবাসীকে স্বাধীনতা সম্পর্কে জানান দিচ্ছিলেন তিনি যে সময়ে হঠাৎ তাঁর ঘরের দরজায় জোরে কেউ বা কারা ধাক্কা দিতে শুরু করে।
এই থ্রিলার ড্রামা ঘরানার ছবি মূলত মুম্বইয়ের এক কলেজ ছাত্রীর স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার গল্প বলবে। ১৯৪২ সালের 'ভারত ছাড়ো আন্দোলন'-এর প্রেক্ষাপটে তৈরি এই কাল্পনিক গাঁথা। দেশের প্রতি সাহস, দেশাত্মবোধ, উৎসর্গের গল্প নিয়ে তৈরি এই ছবি।
আরও পড়ুন: Katrina Kaif: সোমবার সকালে ইনস্টাগ্রামে 'সুখবর' দিলেন ক্যাটরিনা কাইফ
এদিন প্রথম লুক পোস্ট করে তাঁর ক্যাপশনে লেখা হয়, 'অজ্ঞাত নায়কদের উৎসর্গ করে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি একটি গাঁথা। এমন একটি গল্প বলার জন্য বিশেষ আনন্দিত, সম্মানিত এবং উত্তেজিত যা আমরা সত্যই বিশ্বাস করি সকলের শোনার যোগ্য। জয় হিন্দ!'