কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল 'কালকক্ষ (হাউস অফ টাইম)'-এর ট্রেলার (Kalkokkho Trailer)। অঞ্জন বসু নিবেদিত, শর্মিষ্ঠা মাইতি রাজদীপ পাল পরিচালিত, অরোরা ফিল্ম কর্পোরেশনের আসন্ন ছবি 'কালকক্ষ' (হাউস অফ টাইম) ঘিরে বাংলা সিনে প্রেমীদের উদ্দীপনা বহুদিনের! সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৭ জুলাই প্রকাশ্যে এল 'কালকক্ষ' ছবির ট্রেলার। ঘোষণা হল ছবির মুক্তির তারিখ (Release Date Announced)। 


অপেক্ষার অবসান, প্রকাশ্যে ট্রেলার


'কালকক্ষ' ছবির মাধ্যমে ৪৫ বছর পর সিনেমা নির্মাতা হিসেবে ফিরছে ১১৬ বছর পুরনো চলচ্চিত্র সংস্থা অরোরা। ট্রেলার মুক্তি উপলক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী তন্নিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখোপাধ্য়ায়, অভিনেতা জনার্দন ঘোষ, এবং আরও অনেকে। 


অতিমারির ভয়াবহতা যে কী ভীষণ আকার ধারণ করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে তা সকলেরই জানা। তবে অতিমারি বিধ্বস্ত পৃথিবীতে মানুষের মানসিক সুস্থতা ঠিক কতটা প্রয়োজনীয়, মানুষের মানবিক হওয়াটা ঠিক কতটা প্রয়োজনীয়, একে অপরের জন্য থাকাটা ঠিক কতটা প্রয়োজনীয়, চিকিৎসকদের সমাজের প্রতি দায়বদ্ধতা কতটা প্রয়োজনীয় এবং ঠিক একইভাবে সমাজকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকদের সুস্থ থাকাটা যে কতটা প্রয়োজনীয় সেটা এই ছবি দর্শকদের শেখাবে। ছবিতে ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন জনার্দন ঘোষ, এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় রয়েছেন তন্বিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখোপাধ্যায় এবং অহনা কর্মকার। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিত সাহাকেও। ছবিতে ক্যামেরার দায়িত্বে রয়েছেন রানা প্রতাপ কারফর্মা। ছবিটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি স্বয়ং। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অভিজিৎ কুণ্ডু। 


 



আন্তর্জাতিক স্তরে দীর্ঘ সময় ধরে সাড়া জাগিয়ে আসছে 'কালকক্ষ' ছবিটি। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলি থেকে একের পর এক পালক যোগ হয়েছে 'কালকক্ষে'র মুকুটে। '২৬তম বুসান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ছবিটি নির্বাচিত হয় 'নিউ কারেন্টস কম্পিটিশন' সেকশনে। আবার বুসান চলচ্চিত্র উৎসবেই 'নিউ কারেন্টস ও নেট প্যাক অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয় এই ছবি। ইতিমধ্যেই '৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে এই ছবি। ১০টি ভারতীয় ছবির মধ্যে একমাত্র বাংলা ছবি হিসেবে সম্মানিত হয় ছবিটি। ভারতে 'কালকক্ষ'-এর প্রিমিয়ার হয় গোয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান প্যানোরমা খ্যাত '৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ (IIFI)। ছবিটির জন্য 'বস্টন সপ্তম আন্তর্জাতিক ক্যালাইডোস্কোপ চলচ্চিত্র উৎসব'-এ জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা জেতেন অভিনেত্রী তন্বিষ্ঠা বিশ্বাস। পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য 'গোল্ডেন স্প্যারো অ্যাওয়ার্ড' জেতেন 'ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ। আবার সেরা কস্টিউম ডিজাইনের জন্য 'চিদানন্দ দাশগুপ্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড' পান এই পরিচালক জুটি। 'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর জন্য নির্বাচিত হয়েছে 'কালকক্ষ'। মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়। রাশিয়ায় চলতি বছরের অক্টোবরে 'ওরেনবার্গ চলচ্চিত্র উৎসব'-এর কম্পিটিশন সেকশনে ছবিটিকে আমন্ত্রন জানানো হয়। 


ছবির পরিচালক জুটি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি বলেন, 'অতিমারির যন্ত্রণা বিশ্বজুড়ে। আপনি যেই প্রান্তেই থাকুন না কেন আপনাকে তা সহ্য করতে হয়েছে। ঠিক সেই জায়গা থেকেই ছবিটির সঙ্গে আপনি একাত্ম হতে পারবেন। এর উপস্থাপনা পারিপার্শ্বিক অন্যান্য ছবির থেকে অনেকটাই ভিন্ন, আর সেখান থেকেই আপনার এক অনন্য উপলব্ধির জায়গা তৈরি হবে ছবিটি ঘিরে। যে অভিজ্ঞতা শুধু বড়পর্দাতেই পাওয়া সম্ভব বলে মনে হয়। আপনারা ট্রেলারটা দেখুন, তবে বিষয়টি নিয়ে একটি ধারণা আপনারও তৈরি হবে। যা এই ছবি আপনাকে বড়পর্দায় দেখার জন্য আরও বেশি করে আগ্রহী করে তুলবে।' 


আরও পড়ুন: Byomkesh: থিয়েটারের মঞ্চে একটা খুন, আবিরের সন্দেহের তালিকায় পাওলি, অর্ণ আর কে?


প্রযোজক অঞ্জন বসু বলেন, 'এটি এমন একটা ছবি, যা বাঙালিকে সত্যিই নতুন কিছু উপহার দেবে। বাংলা ছবি আজ যে পরিস্থিতিতে রয়েছে, এই ছবি তার থেকে অনেকটা আলাদা। এই ছবির আন্তর্জাতিক সম্মান লাভ বারবার এই ছবির অংশ হিসেবে আমায় আশাবাদী করে তোলে। আগামী ১৯ অগাস্ট দর্শক বড় পর্দায় ছবিটি দেখতে পারবে।'