কলকাতা: সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'গেম চেঞ্জার' (Game Changer)। আর তার আগেই নতুন সমস্যায় জড়ালেন রামচরণ (Ram Charan)! এ যেন অল্লু অর্জুনের (Allu Arjun) ঘটনারই পুরনাবৃত্তি। সামনেই মুক্তি পাবে রামচরণের নতুন ছবি। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই ছবিটির জন্যই। সেই অনুষ্ঠান থেকে ফেরার সময়ে মৃত্যু হল নায়কের দুই ভক্তের। আর সেই ঘটনায় ইতিমধ্যেই ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রামচরণ। কিন্তু ঠিক কী দুর্ঘটনা ঘটেছিল? অল্লু অর্জুনের ঘটনার মতোই কি ভিড়ের চাপে মৃত্যু হল ওই দুই ভক্তের? নাকি অন্য কোনও ঘটনা?


শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ছলি 'গেম চেঞ্জার'-এর একটি প্রচার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ। দুই বন্ধু ওই প্রচার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি। ভীষণভাবে জখম হন ওই দুই ব্যক্তি। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আর এই ঘটনা জানতে পেরে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন রামচরণ। ছবির প্রযোজক দিল রাজু দুই মৃতের পরিবারের জন্য মোট ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। সংবাদমাধ্যমকে দিল রাজু জানিয়েছেন, এমন খুশির মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা ভীষণভাবে হৃদয় ভেঙে দেওয়ার মতোই। এই পরিস্থিতিতে আমি ওদের পরিবারের পাশে থাকতে চাই। আমি পরিবার প্রতি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছি। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।'


প্রসঙ্গত, কিছুদিন আগে কার্যত এই একই ঘটনা ঘটেছিল অল্লু অর্জুনের সঙ্গে। 'পুষ্পা ২' মুক্তির আগেরদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানে হঠাৎ গিয়ে পৌঁছন অল্লু অর্জুন খোদ। প্রিয় অভিনেতাকে একবার দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। আর সেখানেই পদপৃষ্ট হয়েছিলেন এক মহিলা। গুরুতর জখম হয়েছিলেন তাঁর মাত্র ৯ বছরের পুত্র। এখনও হাসপাতালে রয়েছে সে। এই ঘটনায় আইনি বিপাকে পড়েছেন অল্লু অর্জুন। তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল। অল্লু অর্জুনের বাবা এই ঘটনায় ওই পরিবারের জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেবার কথা জানিয়েছেন। সেই সঙ্গে ওই শিশুর সমস্ত চিকিৎসার ভার নেওয়ারও দায়িত্ব নিয়েছেন। 


আরও পড়ুন: Shah Rukh Khan and Gourai Khan: বিয়ের ৩৩ বছর পরে ধর্ম পরিবর্তন করেছেন গৌরী খান? শাহরুখের সঙ্গে 'বিশেষ ছবি' ঘিরে তোলপাড়