তবে এই পঁচিশ বছর ইন্ডাস্ট্রিকে নানা ভিন্নধর্মী ছবি উপহার দিয়েছেন বাদশা। সবচেয়ে বড় কথা এখনও তাঁর সেই চার্মে মোহাচ্ছন্ন বলিউড।
রাতে নিজের বলিউডের পঁচিশ বছর পূর্তির কথা বলতে গিয়ে বেশ কিছুটা নস্ট্যালজিক হয়ে পড়েন শাহরুখ। তাঁর ভক্তরা শাহরুখের অতীতের বিভিন্ন ছবি দেখছেন এবং টুইটারে সেই সব ছবির নানা মুহূর্ত পোস্টও করছেন সঙ্গে চলছে শুভেচ্ছা বার্তা। টুইটারে শুভেচ্ছাবার্তার ধাক্কাতেই মাঝরাতে উঠে পড়েন শাহরুখ।
'দিওয়ানা' দিয়ে শুরু কিং খানের বলিউডি সফর। তারপর 'বাজিগর', 'ডর', 'অনজম'-এ নেগেটিভ চরিত্রের শাহরুখের অভিনয় জিতে নিয়েছিল হাজারো দর্শকের হৃদয়। তারপর 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'কুচ কুচ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম', 'মোহাব্বতে', 'কাল হোন না হো', 'কভি আলভিদা ন কহেনা', 'চলতে চলতে', 'দেবদাস'-এর মতো বক্স অফিসে সুপার ডুপার হিট ছবির ঝড়।
এছাড়া ভিন্নধারার ছবি 'স্বদেশ', 'মাই নেম ইজ খান', 'চক দে ইন্ডিয়া'তো রয়েছেই শাহরুখের কিটিতে। অভিনেতা থেকে প্রযোজকের ভূমিকাতেও দেখা গিয়েছে বাদশাকে। আর তাঁর কাজকে কুর্ণীশ জানিয়ে দেওয়া হয়েছে ১৪ টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, রয়েছে আরও অনেক সম্মান শাহরুখের মুকুটে। এখন তিনি আইপিএল-এর ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্সেরও সহ-মালিক। বলিউড বাদশা সম্পর্কে যত বলা যায়, সেটা কমই পড়ে যায়। তাই আজ শাহরুখের সঙ্গেই চলুন তাঁর নস্ট্যালজিক সফরে একটু গা ভাসানো যাক।