মুম্বই: মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে নিরাপত্তা আরও বেড়ে গিয়েছে বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan)। কিছুদিন আগেই তিনি ব্যক্তিগত সুরক্ষার জন্য বন্দুক রাখার লাইসেন্সের আবেদন করেন। মুম্বই পুলিশ তাঁর আবেদন মঞ্জুরও করে বলে জানা যায়। এবার তিনি আরও উন্নত মানের গাড়ি ব্যবহার করতে শুরু করলেন। জানা গিয়েছে, বহুমূল্যের বুলেটপ্রুফ গাড়ি (Bulletproof Car) বর্তমানে ব্যবহার করছেন ভাইজান।


সলমন খানের বুলেটপ্রুফ গাড়ির গাম কত?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বদল এসেছে সলমন খানের গাড়ি ব্যবহারেও। এতদিন তিনি যে গাড়ি নিজের জন্য ব্যবহার করতেন, তার পরিবর্তে আরও উন্নত মানের বুলেটপ্রুফ কাঁচ দেওয়া টয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভি গাড়ি ব্যবহার করছেন। সম্প্রতি মুম্বই বিমানবন্দরের বাইরে সেই গাড়ি থেকেই ভাইজানকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে নামতে দেখা যায়।



সম্প্রতি সলমন খানের অনুরাগীদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের বাইরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাঁটছেন ভাইজান। তাঁর খুব কাছে রয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, বর্তমানে যে বুলেটপ্রুফ গাড়িটি ব্যবহার করছেন অভিনেতা, তার দাম প্রায় দেড় কোটি টাকা।


আরও পড়ুন - Dia Mirza: ভাইঝিকে হারালেন দিয়া মির্জা, আবেগপ্রবণ পোস্টে চোখে জল তারকাদের


প্রসঙ্গত, মাস খানেক আগেই জানা যায়, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিনেতার বাবাকে একটি হুমকি চিঠি পাঠিয়ে বলা হয় যে, তাঁর পরিণতি হবে গায়ক সিধু মুসাওয়ালার মতো। এরপরই নিজেকে ও পরিবারকে রক্ষা করার জন্য বন্দুক রাখতে চান সলমন। সেইমতো মুম্বই পুলিশের কাছে আবেদনও করেন। এবং তাঁর আবেদন মঞ্জুরও হয়। এবার গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও নিরাপত্তা আরও জোরদার করলেন ভাইজান।


অন্যদিকে, সলমন খানকে শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। পাশাপাশি 'বিগ বস'-এর চলতি বছরের সিজনেরও প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।