মুম্বই: মন ভারাক্রান্ত বলিউড অভিনেত্রী দিয়া মির্জার (Dia Mirza)। অত্য়ন্ত কাছের একজন মানুষকে হারিয়ে শোকে বিহ্বল তিনি। সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শোকপ্রকাশ কবে লিখলেন অনেক আবেগপ্রবণ কথা। দিয়া মির্জার পোস্ট দেখে মন খারাপ সাধারণ নেট নাগরিক থেকে অন্য়ান্য তারকাদেরও। তাঁরাও অভিনেত্রীর দুঃখে সহমর্মী হয়েছেন।


দিয়া মির্জার ভাইঝি তনয়া প্রয়াত-


জানা গিয়েছে, এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভাইঝি তনয়া কেকড়ে। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি কংগ্রেস নেতা ফিরোজ খানের কন্যা। বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা যাচ্ছে, তেলেঙ্গানার শামসাবাদে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান তনয়া। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তাঁর ভাইঝি তনয়ার একটি হাসি মুখের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'আমার ভাইঝি। আমার সন্তান। আমার প্রাণ। আলোর মধ্যে চলে গেলে। তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই শান্তি এবং ভালোবাসা পাও, এটাই প্রার্থনা করি। তুমি সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছো। আমাদের প্রাণে ভালোবাসা ভরে দিয়েছো। আর যখন তুমি নাচতে, গাইতে আর হাসতে, আমরা খুশিতে থাকতাম। তোমার হাসি আমাদের হৃদয়ে সবসময় একইরকম থাকবে। ওম শান্তি।'


আরও পড়ুন - Laal Singh Chaddha: আমির নন, 'লাল সিং চাড্ডা' দিয়ে আত্মপ্রকাশের কথা ছিল এই স্টার কিডের


প্রাণোচ্ছ্বল অল্পবয়সী তনয়া কেকড়ের মৃত্যুতে শোকে আচ্ছ্বন্ন দিয়া মির্জা। তাঁর পোস্টে দুঃখ প্রকাশ করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। অভিনেতা বোমান ইরানি কমেন্টে লিখেছেন, 'এই খবর হৃদয় ভাঙার। তোমার প্রতিটা শব্দ অনেক কথা বলছে।' অর্জুন রামপাল লিখেছেন, 'খুব দুঃখ পেলাম দিয়া খবরটা পড়ে। প্রার্থনা করি তুমি এবং তোমার পরিবার এই শোক কাটিয়ে ওঠো। ওর আত্মার শান্তি কামনা করি।' সুনীল শেট্টি, গওহর খান, ফারাহ আলি খান থেকে অন্যান্য তারকারা কমেন্টে শোক প্রকাশ করেছেন।



বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফিরছিলেন তনয়া কেকড়ে। সেই সময়ই তিনি পথ দুর্ঘটনার মধ্যে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরনো এক সাক্ষাৎকারে তনয়া জানিয়েছিলেন যে, দিয়া মির্জা তাঁর প্রেরণা। দিয়ার মতো শক্তিশালী মনের নারী তিনি খুব কমই দেখেছেন। তাঁর কাছ থেকে তিনি অনেক কিছু শেখেন রোজ। দিয়াকে নিজের মা বলেও উল্লেখ করেন।