পরিচালক জানিয়েছেন, চিত্রনাট্য লেখার কাজ খুব শীঘ্রই শুরু হবে। আগামী বছরের এপ্রিলে শ্যুটিং শুরু হবে।
পরিচালক জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার ঝুলনের শহর চাকদা থেকে ইংল্যান্ডের লর্ডস পর্যন্ত শ্যুটিং হবে। উল্লেখ্য, লর্ডসে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ভারতের হয়ে খেলেছিলেন ঝুলন। ২০১২-র সিনেমা 'আসছে বছর আবার হবে'-র পরিচালক আজ নিউটাউনে ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে এ কথা জানিয়েছেন।
পর্দায় ঝুলনের চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও ঠিক হয়নি। পরিচালক বলেছেন, এ জন্য বলিউডের প্রথমসারির কয়েকজন অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। তাঁদের সঙ্গে কথাও চলছে। তাঁদের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়া হবে।
সুশান্ত দাসের আশা, সুশান্তের বায়োপিক বহু তরুণ-তরুণীকে উদ্বুদ্ধ করবে। তিনি বলেছেন, কোনও মহিলা ক্রিকেটারকে নিয়ে এই প্রথম বায়োপিক হতে চলেছে।