নয়াদিল্লি: বক্স অফিসের (box office) আয়ে এখন নতুন মাইলফলক (benchmark) তৈরি হয়েছে। ১০০০ কোটি টাকা (1000 Crore Club) আয় না হলে বক্স অফিসে সফল বলা চলবে না আর কোনও ছবিকে। নতুন এই ট্রেন্ডের কথা বললেন সলমন খান (Salman Khan)। তাঁর মতে, '১০০ কোটির ক্লাব' এখন অতীত। ঠিক কী কী বললেন তিনি?
বলিউডে তৈরি হয়েছে বক্স অফিসের নতুন বেঞ্চমার্ক, বললেন সলমন
বৃহস্পতিবার বলিউডের ভাইজান বলেন, '১০০ কোটির ক্লাবে' প্রবেশ করা নিয়ে উচ্ছ্বাস এখন অতীত। এরপর কোনও ছবি যদি '১০০০ কোটির ক্লাব'-এ পৌঁছয় তবেই তা বক্স অফিসে সফল হবে, নতুন মাইলফলক তৈরি হয়েছে। এর প্রকৃষ্ঠ উদাহরণ সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খানের 'জওয়ান'। তার আগে মুক্তি পাওয়া সানি দেওলের 'গদর ২'।
৫৭ বছর বয়সী অভিনেতা, গিপ্পি গ্রেওয়াল অভিনীত পাঞ্জাবী ছবি 'মওজাঁ হি মওজাঁ' (Maujaan Hi Maujaan) ছবির ট্রেলার লঞ্চে এসে কথা বলছিলেন। তিনি বলেন, 'এই ১০০ কোটির সীমা এবার তলানিতে ঠেকবে। এখন পাঞ্জাবী ইন্ডাস্ট্রি, হিন্দি ইন্ডাস্ট্রি, প্রত্যেক ইন্ডাস্ট্রির জন্য সমস্ত ছবিই ৪০০-৬০০ কোটির ওপরে চলে যাচ্ছে। প্রত্যেক মারাঠি ছবিও এই ধরনের আয় করছে।' সাংবাদিকদের তিনি বলেন, 'মোদ্দা কথা, মানুষ ফের প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যাচ্ছেন। আমার মনে ১০০ কোটি খুব বড় ব্যাপার আর থাকবে না বেশিদিন। আমার মনে হয় প্রত্যেক ছবির জন্য এখন থেকে বেঞ্চমার্ক হওয়া উচিত ১০০০ কোটি টাকা।' সমীপ ক্যাং পরিচালিত 'মওজাঁ হি মওজাঁ' একটি পারিবারিক ছবি।
ছবির অভিনেতার কথায়, 'আমার ছবি যখন ১০-১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলত, তাতেই অবাক হয়ে যেতাম আমরা। শেষবার যখন আমরা মঞ্চে ছিলাম মানুষ জিজ্ঞেস করছিলেন যে আমাদের ছবি (ক্যারি অন জট্টা ৩) ১০০ কোটির ব্যবসা করতে পারবে কিনা। কী বলব তখন বুঝতে পারিনি। কিন্তু ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাক হয়। এখন যখন সলমন স্যার বলছেন তাহলে বড় কিছু নিশ্চয়ই হবে।'
আরও পড়ুন: Ritabhari Chakraborty: 'অন্তঃসত্ত্বা' ঋতাভরী চক্রবর্তী? সোশ্যাল মিডিয়ায় অবশেষে দিলেন আসল 'সুখবর'
এর উত্তরে সলমন খান বলেন, 'আমার কথা শুনবেন না ভাই, ছবির প্রতি আস্থা রাখুন কারণ আমার নিজের ছবির ক্ষেত্রে নিজেরই ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে না।' ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন