মুম্বই: বেআইনি নির্মাণের অভিযোগে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) কঙ্গনা রানাউতের বান্দ্রার অফিসের একাংশ ভেঙে দেওয়ার পর এবার নোটিস পেলেন বলিউডের নামী ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। ৭ সেপ্টেম্বর পাঠানো নোটিসে তাঁর বিরুদ্ধে নিজের অফিস ভবনে ‘বিনা অনুমতিতে অদলবদল ঘটানোর’ অভিযোগ তোলা হয়েছে। সাতদিনের মধ্যে তাঁকে জবাব পাঠাতে বলেছে বিএমসি। মণীশের মুম্বইয়ের পালি হিলের বাংলোর নির্মাণ নিয়ে পুরসভা আপত্তি তুলেছে বলে খবর। বাংলোয় তাঁর ম্য়ানেজমেন্ট অফিসের প্রথম তলার শেড তৈরির বিরোধিতা করেছে তারা।
মণীশকে নাকি নোটিস দেওয়া হয়েছে এমএমসি অ্যাক্টের ৩৪২, ৩৪৫ ধারায়। পাশাপাশি লিখিত ভাবে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, কেন বেআইনি নির্মাণ ভাঙা হবে না, এই প্রশ্নে তাঁর জবাব, ব্যাখ্যা সন্তোষজনক না হলে ৪৭৫ এ ধারায় তাঁকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে।
প্রসঙ্গত, বুধবার সকালে বেআইনি অদলবদল ও জায়গা বাড়ানোর অভিযোগে কঙ্গনার বান্দ্রার সম্পত্তি বুলডোজার চালিয়ে ভাঙা শুরু করে বিএমসি। অভিনেত্রী তখন মুম্বইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বিএমসির সেই ভাঙচুরের ছবি ট্যুইট করে তীব্র প্রতিবাদ করেন কঙ্গনা। যদিও সেই ভাঙায় স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট।
কঙ্গনা নিজের কর্মক্ষেত্র মুম্বইয়ের সাম্প্রতিক নানা ঘটনার কড়া নিন্দা করে ক্ষমতাসীন শাসক জোটের শরিক শিবসেনার সঙ্গে বিরোধে জড়িয়েছেন। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও স্থানীয় প্রশাসনকে তালিবানের সঙ্গে তুলনা করেছেন তিনি। গতকাল নিজের সোস্যাল পোস্টে মুম্বইকে পাকিস্তানও বলেছেন কঙ্গনা।
বাংলোয় ‘বেআইনি অদলবদল’, কঙ্গনার পর বিএমসির নোটিস ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকে, ৭ দিনে জবাব তলব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2020 09:37 PM (IST)
লিখিত ভাবে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, কেন বেআইনি নির্মাণ ভাঙা হবে না, এই প্রশ্নে তাঁর জবাব, ব্যাখ্যা সন্তোষজনক না হলে ৪৭৫ এ ধারায় তাঁকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -