ওয়াশিংটন ডিসি: বহু বছর পর বলিউড বাদশা তাঁর রিয়েল লাইফ বেগমের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করলেন। আর তাঁকে সেই অনুমতি দিলেন স্বয়ং গৌরী। সাধারণত শাহরুখকে তাঁর সহঅভিনেত্রী, ছেলে-মেয়ের সঙ্গে হামেশাই সেলফি পোস্ট করতে দেখা যায়। অভিনেতার ভক্তরাতো স্বাভাবিকভাবেই বাদশার সঙ্গে একবার ছবি তুলতে পারলে কার্যত বাক্যহারা হয়ে যান। কিন্তু বাদশার রিয়েল লাইফ বেগমকে সাধারণত শাহরুখের সঙ্গে সেলফি পোস্ট করতে বহু বছর দেখা যায়নি।
বহু বছর পর সেই অনুমতি শাহরুখকে দিলেন গৌরী। সম্প্রতি ইওরোপে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ-গৌরী। সেখানেই বাদশা-বেগমকে সেলফিতে দেখা গেল। সেই ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি পোস্ট করে এই ক্যাপশন দিয়েছেন কিং খান...
১৯৯১ সালে শাহরুখ-গৌরীর বিয়ে হয়েছে।