মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া চলচ্চিত্র মহলে। গত রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন ৩৪ বছরের এই প্রতিভাবান অভিনেতা। প্রয়াত অভিনেতার প্রতি বলিউড তারকারা নিজেদের মতো করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরইমধ্যে  সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ভিকি কৌশলের একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। এই ভাইরাল পোস্টে ভিকিকে স্বর্ণ মন্দিরের সামনে প্রার্থনা করতে দেখা গিয়েছে। তাঁর এই ছবি পোস্ট করে ভিকি লিখেছেন, যারা আছে, যাঁরা চলে গেছে, ঈশ্বর সবাইকে সুখ-শান্তি দিন।

ভিকি এই পোস্টের সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলে মনে করছেন অনুরাগীরা।


সুশান্ত নিজের জীবনে আচমকা ছেদ টেনে দিয়েছেন। কেন এভাবে চলে গেলেন সুশান্ত, তা এখনও অজানা। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

কিস দেশ মে হ্যায় মেরা দিল  টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয়েছিল সুশান্তর। এরপর পবিত্র রিস্তা সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। গ্ল্যামার দুনিয়ায় শুরু হয় বিহারের পটনার ছেলের স্বপ্নের উড়ান।  পবিত্র রিস্তা সিরিয়ালের পর জরা নাচকে দিখা, ঝলক দিখলা জা –র মতো রিয়েলিটি শো-তেও তাঁকে দেখা যায়। পরে কাই পো চে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর।

সেই সুশান্তের মৃত্যু বলিউডে বিনা বেঘে বজ্রপাতের মতোই। এই ঝকঝকে তারকার অকালে ঝরে যাওয়ায় শোকবিহ্বল অনুরাগীরা।