নয়াদিল্লি: একটি ছবির সাফল্য বা ব্যর্থতার সঙ্গে সংশ্লিষ্ট অভিনেত্রীর বয়স বা তিনি বিবাহিত না অবিবাহিত, এর কোনও সম্পর্ক নেই বলে দাবি করলেন রানি মুখোপাধ্যায়। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হিচকি-র সাফল্য অনেক ভাবনা বদলে দিয়েছে। এটা বোঝা দরকার, দর্শকরা বদলে যাচ্ছেন। তাঁরা ভাল ছবি দেখতে চান। এমন ছবি যেটির বিষয়বস্তু ভাল। দর্শকদের যদি ভাল ছবি উপহার দেওয়া হয়, তাহলে তাঁরা নায়িকার বিয়ে হয়েছে কি না, সেটা নিয়ে ভাবেন না।’


রানি আরও বলেছেন, ‘আমি ব্যক্তিগত জীবনে কী করছি, সেটা একান্তই আমার বিষয়। আমি যতদিন ছবিতে অভিনয় করছি, ততদিন কাজের বাইরে কী করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি যে চরিত্রে অভিনয় করছি, তাতে আমাকে মানাবে কি না এবং দর্শকরা আমাকে সেই চরিত্রের সঙ্গে মানানসই মনে করবেন কি না, সেটা গুরুত্বপূর্ণ।’

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। ২০১৫ সালে তাঁদের মেয়ে আদিরার জন্ম হয়। তারপরেও অভিনয় করছেন রানি। তিনি সাফল্যও পাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘যে অভিনেত্রীদের বিয়ে হয়নি এবং সন্তান নেই, তাঁদের ছবিও অনেক সময় ব্যর্থ হয়। বিয়ের পর যদি কোনও অভিনেত্রী ছবিতে অভিনয় করেন এবং সেই ছবি না চলে, তাহলে এর জন্য তাঁর ব্যক্তিগত জীবনকে দায়ী করা ঠিক নয়। ছবি ভাল হলে সফল হবে আর যদি ভাল না হয় ব্যর্থ হবে।’