নয়াদিল্লি: আজ, ১৯ অগাস্ট, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ছবি 'বেল বটম'। করোনা অতিমারীর কোপ পড়ার পর থেকে এই প্রথম এত বড় বাজেটের কোনও ছবি মুক্তি পাচ্ছে সিনেমা হলে। ফলে স্বভাবতই এই ছবির সাফল্যের দিকে তাকিয়ে আছেন অনেকেই।


'বেল বটম' ছবিটির মুখ্য চরিত্রে দেখা যাবে পর্দার 'খিলাড়ি' অক্ষয় কুমারকে। এই ছবিটি স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা ভারতে যে লাগাতার হাউজ্যাক করার ঘটনা ঘটতে থাকে সেই সব সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে সিনেমাটি। ছবিটি ১৯৮০ সালের প্রেক্ষাপটে তৈরি। ছবিটির প্রযোজনা করেছেন পূজা এন্টারটেনমেন্ট ও এমে এন্টারটেনমেন্টের ব্যানারে বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ ও নিখিল আডবাণী। ছবিটি পরিচালনা করেছেন রণজিৎ এম তিওয়ার়ি। 


'বেল বটম' মুক্তি পাওয়ার আগেই পরবর্তী ছবির কাজের কথা সেরে ফেললেন আক্কি। এমনিতেই বলিউডে কান পাতলে শোনা যায় অক্ষয় কুমার নাকি বছরে চার থেকে পাঁচটি সিনেমা করেন। এবার তিনি ফের 'বেল বটম' প্রযোজকের সঙ্গেই হাত মেলালেন। 'বেল বটম' ছবি মুক্তির ঠিক একদিন পরই ২০ অগাস্ট থেকে জ্যাকি ভাগনানির পরবর্তী ছবির জন্য শ্যুটিং শুরু করবেন। নতুন ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। এই ছবিরও পরিচালনা করবেন রণজিৎ এম তিওয়ারি। এক ফিল্ম সমালোচক নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে জানান এই নতুন প্রজেক্টের কথা। 


বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে 'বেল বটম'। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূর। নতুন প্রজেক্ট ছাড়াও অক্ষয় কুমারের হাতে আরও বেশ কিছু কাজ রয়েছে। 'রাম সেতু', 'রক্ষা বন্ধন', 'সূর্যবংশী', 'বচ্চন পাণ্ডে', 'পৃথ্বীরাজ', 'অতরঙ্গি রে' ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। অন্যদিকে বাণী কপূর এক সাক্ষাৎকারে জানান 'বেল বটম' ছবিতে কাজ করার সিদ্ধান্ত হঠাৎই নিয়েছিলেন কারণ এই ছবিতে তাঁর 'ম্যাটিনি আইডল'-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তিনি বলেন, 'আমি খুবই ভাগ্যবান যে হিন্দি সিনেমার অন্যতম আইকন, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার ওপর ভরসা করার জন্য আমি কৃতজ্ঞ। বেল বটম ছবিতে আমি একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি আশা করছি যা দর্শক এবং সমালোচক সকলেই পছন্দ করবেন।'