মুম্বই: নেট দুনিয়ার এই মুহূর্তে অন্যতম আকর্ষণ ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্য়াটরিনা কাইফের (Katrina Kaif) বিয়েকে কেন্দ্র করে। দুই তারকা এবং তাঁদের পরিবারের সদস্য যতই মুখে কুলুপ আঁটুন, বিভিন্ন সূত্র থেকে ভিরি-ক্যাটের বিয়ের সমস্ত তথ্য প্রকাশিত হচ্ছে। দীর্ঘ দিনের জল্পনাকে সত্যি প্রমাণ করে আজ রাজস্থানের (Rajasthan) সৌয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিয়ে হতে চলেছে ভিকি-ক্যাটের। এই মুহূর্ত সকলের নজর সেদিকেই। কীভাবে এই রূপকথার মতো বিয়ে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। শোনা গিয়েছে, দুই তারকার পরিবারের সদস্যরাও তো অবশ্যই, বলিউডে বেশ কিছু তারকা পৌঁছে গিয়েছেন রাজস্থানে। কবীর খান থেকে শুরু করে নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, মিনি মাথুর, রাধিকা মদন, শর্বরী ওয়াঘের মতো তারকাদের দেখা গিয়েছে জয়পুর বিমানবন্দরে। তাই এই মুহূর্তে টক অফ দ্য টাউ অবশ্যই ভিকি-ক্যাটরিনার বিয়ে।


রাজস্থানে এই প্রথমবার বিয়ের আসর বসছে না। এর আগে বহু বলিউড তারকার নতুন জীবন শুরু করেছেন এই রাজস্থান থেকেই। শুধু বলিউড তারকারাই নন, দেশের বিভিন্ন ধনী ব্যক্তির পরিবারের বিয়ে হয়েছে রাজস্থানে। ফলে দীর্ঘদিন ধরে 'বেস্ট ওয়েডিং ডেস্টিনেশন'-র (Best Wedding Destination) শিরোপা ধরে রেখেছে রাজস্থান। শুধু তাই নয়, 'সেরা রাজ্য'র শিরোপাও তাদেরই মুকুটে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রাজস্থান পর্যটন বিভাগের কর্তারা জানান যে, পর্যটন এবং অবসরযাপনের সেরা জায়গা হিসেবে 'ইন্ডিয়াস বেস্ট অ্যাওয়ার্ড ২০২১' ঘোষণা করা হয়েছে রাজস্থানকেই। তাই স্বাভাবিকভাবে এই খেতাব আরও মান বাড়িয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়েকে।


আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে বিস্ফোরক সলমন খানের বোন


রাজকীয় এবং রঙিন ঐতিহ্যবহনকারী রাজ্য রাজস্থান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। এবং সেখানকার পর্যটনের পরিকাঠানো এবং উন্নয়ন ও তার পাশাপাশি আতিথেয়তাই এই রাজ্যে সবথেকে বেশি পর্যটক নিয়ে আসতে সক্ষম হয়েছে। 


ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের আয়োজন হয়েছে সাতশো বছরের পুরনো ঐতিত্যবাহী সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। যা সোয়াই মাধোপুর জেলায় অবস্থিত। বলিউডের দুই তারকার হাই ভোল্টেজ বিয়ের মণ্ডপ থেকে যাবতীয় কিছু সেজে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে। এখানে কোনও কৃত্রিম রঙেরও ব্যবহার করার প্রয়োজন হয়নি। আর তেমনটাই চেয়েছিলেন ভিকি-ক্যাট।