মাধোপুর : আজই সেই দিন। আজই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের হেভিওয়েট জুটি। ভিকি কৌশল (Vicky Kaushal) - ক্যাটরিনা কাইফ (  Katrina Kaif )। মেহেন্দি, হলদি, সঙ্গীতের পর আজ বরমালা বদল। রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়াড়ার সিক্স সেন্সেস ফোর্ট সেজে উঠেছে। 


বছরের সবথেকে হাইপ্রোফাইল বিয়ের আসর বসছে রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়াড়ার সিক্সথ সেন্সেস ফোর্টে। তার আগে আজ নাচে-গানে জমজমাট ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের গায়ে হলুদের অনুষ্ঠান। বেলা সাড়ে ১২টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। যোগ দিয়েছেন দুই তারকার আত্মীয় ও ঘনিষ্ঠরা।  


 






এরই মধ্যে ইন্টারনেট ছেয়ে গিয়েছে ভিকি - ক্যাটের বিয়ের আমন্ত্রণপত্রের ছবিতে। বিয়ের আমন্ত্রণপত্র খুবই ছিমছাম সুন্দর। ফুলের বর্ডার দেওয়া কার্ডটি প্যাস্টেল গোলাপী রঙের। ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের নাম কার্ডে সোনালি রঙে ছাপা। আমন্ত্রণপত্রে লেখা টেক্সট দেখে মনে হচ্ছে এটি ভিকি কৌশলের পরিবারর তরফে নিমন্ত্রণপত্র। দম্পতির নামের উপরে লেখা,  "শ্যাম এবং বীণা কৌশল, তাঁদের প্রিয় পুত্র ভিকির সঙ্গে মহম্মদ কাইফ এবং সুজান টারকোটের মেয়ে ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছে।" কার্ডে উল্লিখিত তারিখ এবং বিবাহবাসর, ৯ ডিসেম্বর, সিক্স সেন্স ফোর্ট হোটেল, রাজস্থান।


জানা যাচ্ছে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের পরিবারের সদস্যরা যেতে পারেন রনথম্ভোরের জঙ্গল সাফারিতে। সঙ্গে থাকার কথা ভিকি-ক্যাটরিনার।


ভিকি -ক্যাটরিনার বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ। সওয়াই মাধোপুরের সবথেকে বড় মিষ্টির দোকান থেকে বিয়েবাড়িতে যাচ্ছে পছন্দের মিষ্টি। তালিকায় রয়েছে বাদাম লাড্ডু, চকোলেট লাড্ডু থেকে শুরু করে হরেক রকমের হালুয়া। এখান থেকেই মিষ্টির নমুনা পাঠানো হয়েছিল মুম্বইয়ে। তারপরেই  হাইপ্রোফাইল সেলিব্রিটি বিয়ের মেনুতে ঠাঁই পেয়েছে রাজস্থানের এই সমস্ত মিষ্টি। এখানেই শেষ নয়। বিয়ের মেনুর তালিকাও দীর্ঘ। বিয়েতে ইতালি থেকে আসছে কেক। কর্ণাটক থেকে আসছে ৭৫ রকমের সবজি। বাঙলা থেকেও যাচ্ছে মিষ্টি। এছাড়া মেনুতে থাকছে বিদেশি ফল । আনা হচ্ছে ১৫০জন রাধুনি।