মুম্বই: শিল্প এবং বৃৃহস্পতির মেলবন্ধন। তাতেই ফুলেফেঁপে উঠেছে ব্যবসা। 'স্পাই ইউনিভার্সে' ভর করেই পৃথক সাম্রাজ্য গড়ে তুলেছে যশরাজ ফিল্মস। ব্যবসার হিসেব নিকেশ অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। রবিবার মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের 'টাইগার-৩'। সেটিকে বাদ দিলেও, শুধুমাত্র 'স্পাই ইউনিভার্স' থেকেই এখনও পর্যন্ত ২৪০০ কোটি টাকা ঘরে তুলেছে যশরাজ ফিল্মস। (Tiger 3)
দীপাবলির মরশুমে, রবিবার মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের 'টাইগার-৩'। তার আগে পর্যন্ত যশরাজ ফিল্মসের 'স্পাই ইউনিভার্সে'র চারটি ছবি মুক্তি পেয়েছে, 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' এবং 'পাঠান'। তার যে হিসেব নিকেশ সামনে এসেছে, তাতেই চোখ কপালে উঠেছে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত সকলের। (Yash Raj Spy Universe)
পরিসংখ্যান বলছে, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত 'এক থা টাইগার' ভারতে ২৫১ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করে। বিদেশে ব্যবসায় হয় ৫৭ কোটি ৫০ লক্ষ টাকার। সব মিলিয়ে ৩০৮ কোটি ৭৫ লক্ষ টাকা ঘরে তোলে যশরাজ ফিল্মস। এর পর ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়'। ছবিটি ভারতে ৪৩২ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করে। বিদেশে ব্যবসা করে ১৩২ কোটি ৭৫ লক্ষ টাকার। সবমিলিয়ে ৫৬৫ কোটি ২৫ লক্ষ টাকার।
এর পর ২০১৯ সালে মুক্তি পায় 'ওয়ার'। হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কপূর অভিনীত ছবিটি দেশে ৩৪৪ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যবসা করে। বিদেশে ব্যবসা করে ৯৬ কোটি ৬০ লক্ষ টাকার। সব মিলিয়ে ৪৭৭ কোটি টাকার ব্যবসা। দীর্ঘ কয়েক বছরের খরা কাটিয়ে 'অ্যাকশন হিরো' হিসেবে 'পাঠান' ছবির হাত ধরে সিলভার স্ক্রিনে কার্যতই বিস্ফোরণ ঘটান শাহরুখ খান। তাতে আগের সব রেকর্ড ভেঙে দেন তিনি। 'পাঠানা' ভারতে ৬৪১ কোটি টাকার ব্যবসা করে। বিদেশে ব্যবসা করে ৩৯৭ কোটি টাকার। সব মিলিয়ে ১০৭৮ কোটি টাকা ঘরে তোলে যশরাজ ফিল্মস। অর্থাৎ 'স্পাই ইউনিভার্সে'র সাফল্যের হার ১০০ শতাংশ।
সেই আবহেই রবিবার মুক্তি পাচ্ছে 'টাইগার-৩'। যশরাস ফিল্মসের 'স্পাই ইউনিভার্সে'র সূচনাই হয় টাইগার সিরিজের হাত ধরে। সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত আগের দু'টি ছবিই বাজিমাত করেছে বক্স অফিসে। এবার বাড়তি পাওনা এমরান হাশমি, তাও আবার খলনায়কের চরিত্রে। রাত পোহালেই মুক্তি ছবির, এই মুহূর্তে উত্তেজনার পারদ চড়ছে। তাই ফের বক্সঅফিসে ঝড় উঠবে বলে আশাবাদী সিনেমা বিশেষজ্ঞরা।
অগ্রিম বুকিং-সহ প্রথম দিনে ছবিটি কমপক্ষে ৩০ কোটি ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। দীপাবলির ছুটি নিয়ে, দু'দিনে ছবিটি ৮০ কোটি ব্যবসা করবে বলে অনুমান করা হচ্ছে। তবে শুক্রবাররে পরিবর্তে রবিবার ছবির মুক্তি নিয়ে আশঙ্কাও রয়েছে। তবে সলমন খানের অনুগামীদের উপর পূর্ণ আস্থা রয়েছে যশরাজ ফিল্মসের। পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ এবং হৃতিককে। সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।