কলকাতা: হাসপাতালে লড়াই করছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। প্রতিদিন শরীর সঙ্গে তাঁর লড়াই কঠিন থেকে কঠিনতম হচ্ছে। আর মানসিকভাবে তাঁর সঙ্গে লড়াই করছে গোটা ইন্ডাস্ট্রি। সোমবার সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)-র পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে পাশে থাকার বার্তা। টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের থেকে শুরু করে অনুরাগী, প্রত্যেকেই বার্তা দিয়েছেন, 'পাশে আছি ঐন্দ্রিলা।'
সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী ও ঐন্দ্রিলার ছবি শেয়ার করে লিখেছেন, 'আসুন, সবাই এই মেয়েটার জন্য একটু প্রার্থনা করি। আর ওপর সঙ্গীর জন্যও যে অক্লান্তভাবে লড়াইয়ে ওর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি ওদের কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু ওদের লড়াইকে স্যালুট জানাই। লড়াই করো ঐন্দ্রিলা, আর সব্যসাচী যেভাবে তোমার পাশে দাঁড়িয়েছে সেটা যেন সঙ্গী হওয়া এবং ভালবাসার ওপর আবার বিশ্বাস ফিরিয়ে দেয়। হ্যাঁ.. তোমার কথা আমরা শুনছি। আমরা প্রার্থনা করছি।' পরমব্রতর এই পোস্টে মন্তব্য করে অরিন্দম শীল (Arindam Sil) জানিয়েছেন, তিনিও প্রার্থনা করছেন ঐন্দ্রিলার জন্য।
আরও পড়ুন: Shubman Gill: সারা আলি খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আরও বাড়ালেন শুভমন গিল
সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার ছবি পোস্ট করে বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, 'আমারও প্রায় এই বয়েসী একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা। ঐন্দ্রিলার বাবা মা আর সব্যসাচীর পাশে থেকে শুধু প্রার্থনা করছি ওদের এই কঠিন সময় কেটে যাক যত তাড়াতাড়ি সম্ভব।'
ফেসবুকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনার কথা জানিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। এছাড়াও ঐন্দ্রিলা সহকর্মীরা, মিশমি থেকে শুরু করে সৌম্যি প্রত্যেকেই। ঐন্দ্রিলা ফিরে আসুক.. ফেসবুক জুড়ে শুধুই প্রার্থনা।