জন্মদিনের উপহার: এক বছর এক হাজার স্কুল পড়ুয়াকে খাওয়াবেন ঐশ্বর্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2017 06:44 PM (IST)
ঠানে: ৪৪ তম জন্মদিনে শিশুপড়ুয়াদের উপহার বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইবচ্চনের। এক বছরের জন্য এক হাজার শিশুকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছেন রাই-সুন্দরী। ইসকন প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশনের মিড মে মিল প্রকল্পের আওতায় এই উপহার দিলেন অভিষেক বচ্চন ঘরনী। অন্নমিত্র ফাউন্ডেশনের মিড ডে মিল প্রকল্পে এক হাজার শিশুর এক বছরের খাবারের জন্য অর্থ দেবেন ঐশ্বর্য। গত ১ নভেম্বর ৪৪ বছরে পা দিয়েছেন তিনি। অন্নমিত্র নামে ওই প্রকল্পে মুম্বই ও মুম্বই সংলগ্ন একালার ৫০০ স্কুল এবং সমগ্র মহারাষ্ট্রের ২,০০০ স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। ইসকনের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। ২০০৪ সালে এই প্রকল্প শুরু হয়। প্রথমে ৯০০ শিশুর জন্য খাবার তৈরি হত। এখন দেশের সাতটি রাজ্যের ১২ লক্ষ পড়ুয়াকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।