প্যারিস: প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে চান ক্যাজুয়াল শার্ট ও জিনস পরে। পোশাক নিয়ে এক প্রশ্নের জবাবে মজার ছলে এমনই উত্তর দিয়েছেন বচ্চনবধূ।

 

এবার নিয়ে টানা ১৫ বছর পোশাকের অভিনবত্বে কান মাতালেন ঐশ্বর্য। প্রথমবার গিয়েছিলেন ‘দেবদাস’ ছবির নায়িকা হিসেবে। তখন থেকেই তাঁর পোশাক সবার নজর কেড়ে নিচ্ছে। এবারও ব্যতিক্রম হয়নি। অভিজ্ঞ ডিজাইনার রোহিত বলের তৈরি করা পোশাক পরে রেড কার্পেটে হেঁটেছেন এবং তারপরেও অন্যান্য অনুষ্ঠান মাতিয়েছেন ঐশ্বর্য।

 

৪২ বছর বয়সি এই অভিনেত্রীর কাছে ফ্যাশন হল ‘শিল্প’। তিনি পোশাকের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশ করতে চান।