কলকাতা: মায়ের জন্মদিনে বাপের বাড়িতে হাজির ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), সঙ্গে মেয়ে আরাধ্যা। তবে দেখা গেল না পরিবারের অন্য কাউকে! মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য্য রাই বচ্চনের শেয়ার করে ছবি যেন ফের একবার উস্কে দিল বচ্চন পরিবারের অন্দরের সমস্যার কথা। সদ্য হাত ভেঙে গিয়েছিল নায়িকার। শোনা যাচ্ছিল, তাঁর হাতে অপরেশন করাতে হবে। চোট পাওয়া হাত নিয়েই, মেয়েকে নিয়ে মায়ের জন্মদিনে হাজির হলেন রাইসুন্দরী। 


ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। দীর্ঘ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে সমস্যা চলছে ঐশ্বর্য্য রাই বচ্চনের। সমস্যাটা প্রথমে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুরু হলেও, বর্তমানে তিক্ততা এমনই যে 'জলসা'-তে থাকেন না ঐশ্বর্য্য। অন্য বাড়িতে আরাধ্যাকে নিয়েই থাকেন তিনি। আর তাঁর মায়ের জন্মদিনেও দেখা গেল না বচ্চন পরিবারের কাউকে। এলেন না অভিষেকও। একাই মায়ের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য্য। 


সোশ্যাল মিডিয়ায় নায়িকা যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, প্রয়াত বাবার ছবি জড়িয়ে ধরে রয়েছেন নায়িকা। আরেক হাতে মাকে। তাঁদের জড়িয়ে রয়েছে ছোট্ট আরাধ্যা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে ঐশ্বর্য্য লিখেছেন, 'বার্থডে গার্লের জন্মদিনে অনেক ভালবাসা। প্রিয় মা। মাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। মা সুস্বাস্থ্যের অধিকারী হোক।'


সদ্য় কানের রেড কার্পেটে হেঁটেছেন ঐশ্বর্য্য। প্রশংসিতও হয়েছে তাঁর পেশাদারিত্ব। ভাঙা হাত নিয়েই কানের রেড কার্পেটে ঝলমল করে উঠেছিলেন তিনি। তবে বিমানবন্দর হোক বা ফেরার পরে ভোটদানের সময়.. কোথাওই বচ্চন পরিবারের কারোও সঙ্গেই এক ফ্রেমে ধরা দেননি ঐশ্বর্য্য। কেন্দ্র এক হলেও, আলাদা এসে ভোট দিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও জয়া বচ্চন (Jaya Bacchan)। পরে আলাদা আসেন ঐশ্বর্য্য। আদৌ বচ্চন পরিবারের মধ্যে কোনও সমস্যা রয়েছে কি না, সেই বিষয়ে মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই।


 






 


আরও পড়ুন: Chiranjeet Chakraborty: 'রাজকুমার.. রাজকুমার' ফিসফিস, মধ্যরাতে গাড়ির পাশে কার ছায়া দেখেছিলেন চিরঞ্জিৎ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।