Smallest Phone: আজকের সময়ে স্মার্টফোন ছাড়া আমাদের জীবন অচল একেবারেই। যেটা আজ থেকে পনেরো বছর আগেও খুব একটা সহজ ছিল না। স্মার্টফোনের (World's Smallest Phone) থেকেও তখন বাজারে প্রচলিত ছিল কি-প্যাড ফোন। এই কি-প্যাড ফোনের গুরুত্ব তখন অনেক বেশি ছিল। তবে জানেন কি (Knowledge Story) পৃথিবীর সবথেকে ছোট ফোন কোনটা ? জানুন এই ফোন কেমন দেখতে, কতই বা দাম এর।
এই ফোনের নাম Zanco Tiny T1 যা কিনা একটি ক্রেডিট কার্ডের আকারের থেকেও ছোট। ফোনটির ওজন ১৩ গ্রাম। এত ছোট হওয়া সত্ত্বেও এই ফোনে (Knowledge Story) আপনি কল বা এসএমএস করতে পারেন। শুধু এই ফোন থেকে কল বা মেসেজ করা যায়। এই ফোনের স্ক্রিনের মাপ ০.৪৯ ইঞ্চি। আলফা-নিউমেরিক বোর্ড রয়েছে এতে, অর্থাৎ এটি একটি কি-প্যাড ফোন।
Zanco Tiny T1-এর ফিচার্স
এই ফোনে (World's Smallest Phone) একটিমাত্র ন্যানো সিম লাগানো যায়। ৩০০টি পর্যন্ত কনট্যাক্টস সেভ করে রাখা যায় এই ফোনে। এই জ্যাঙ্কো টিনি টি ওয়ান ফোনে রয়েছে মিডিয়াটেক MTK6261D প্রসেসর, ৩২ এমবি র্যাম এবং ৩২ এমবি রম। এই ফোনের ব্যাটারির প্যাক ২০০০ এমএইচ। এই ফোনে সম্পূর্ণ চার্জ দিলে টানা তিন দিন পর্যন্ত চলতে পারে। কথা বললে একটানা চলবে ১৮০ মিনিট। এতে রয়েছে OLED স্ক্রিন। এতে আবার মেমোরি কার্ড লাগানো জায়গাও আছে, ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি।
এটি একটি টু-জি ফোন, ব্লুটুথের (World's Smallest Phone) সুবিধে রয়েছে এই ফোনে। কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না আপনি। Zanco Tiny T1 এর মূল্য ভারতীয় মুদ্রায় ২৭১১ টাকা। দিনে ৫০টি মেসেজ করতে পারবেন এই ফোনে। মাইক্রো ইউএসবি এবং ব্লুটুথের সুবিধেও আছে।
আরও পড়ুন: Cyber Fraud: বন্ধ হয়ে যাবে ৬ লাখ মোবাইল নম্বর ! কী নির্দেশ দিল টেলিকম বিভাগ ?