তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তখনও রাজনীতিতে যোগ দেননি তিনি। রুপোলি পর্দা তখন মুড়ে রেখেছিল তাঁকে, খ্যাতি, যশ, সাফল্য তখন ভাসছেন তিনি। মানুষ তাঁকে কেবল একবার ছুঁয়ে দেখতে চায়, প্রণাম করতে চায়। সেই সময়েই এক অদ্ভূত অভিজ্ঞতা হয়েছিল অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-র। সেই গল্প শুরু হয়েছিল কয়েকটি 'ছায়া' দিয়ে! ছায়া! ভূতের গল্প? সেই অদ্ভূত অভিজ্ঞতা এবিপি লাইভকে (ABP Live) শুনিয়েছিলেন চিরঞ্জিৎ। 


শীতকাল। গ্রামের দিকে একটা শো করে রাত্রিবেলা ফিরছিলেন চিরঞ্জিৎ। রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই তখন, কাজেই পুলিশি নিরাপত্তা নেই। রয়েছেন শুধু বাউন্সার। গ্রাম থেকে ফিরতে দেরি হওয়ায়, তখনও কিছু খাবার জোটেনি। খাবার খুঁজতে খুঁজতেই এগিয়ে যাচ্ছিলেন চিরঞ্জিৎ ও তাঁর দলবল। প্রায় সাড়ে ১২টা-১টা নাগাদ হদিশ মেলে একটা দোকানের। সেখানে পাওয়া যাবে রুটি, তড়কা আর মুরগির মাংস। বাকি সবাই দোকানে চলে গিয়েছে। গাড়িতে একা বসে খাবারের অপেক্ষা করছিলেন চিরঞ্জিৎ। হঠাৎ.. 


চিরঞ্জিৎ বলছেন, 'গাড়িতে একা বসে থাকতে থাকতে হঠাৎ দেখলাম, গাড়ির পাশে কয়েকটা ছায়া। তারা নড়ছে, ফিসফিস করে কথা বলছে। তখন মোবাইল নেই, আমার সঙ্গে কোনও সিকিওরিটিও নেই। সবাই খাবার দোকানে। কে কি উদ্দেশে এসেছে কিছুই বুঝতে পারলাম না। গাড়ির কাচ খুলে বললাম, 'কে... কী হয়েছে?' সঙ্গে সঙ্গে সবাই উধাও।  তার কিছুক্ষণ পরে, আবার সেই ফিসফাস। কারা যেন ভিড়ে মধ্যে থেকে ফিসফিস করে ডাকছে.. 'রাজকুমার.. রাজকুমার..'! ফের আবার অবাক হওয়ার পালা। সেই গাড়ির কাচ খুলে দেখতে গিয়েই দেখি, সবাই ফের উধাও।'


এরপরেই হঠাৎ দেখলাম, আমার বাউন্সার এসে পিছনের দিকে গেলেন ভিড় সরাতে। তারপরে ফিরে এসে আমায় বললেন, 'গ্রামের মানুষেরা এসেছে। আপনি একবার গাড়ি থেকে নেমে দাঁড়ান, আপনাকে একবার দেখবে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়াতেই অবাক। ওই শীতের রাতে, বৃদ্ধা, বাচ্চা, পুরুষ, মহিলা মিলিয়ে প্রায় ৬০ থেকে ৭০ জন দাঁড়িয়ে। সবাই আমায় দেখে হাত জোড় করে বললেন, 'আমরা ভগবান দেখলাম'। 


এখানেই থামলেন না চিরঞ্জিৎ। বললেন, 'আমি তাঁদের সঙ্গে কথা বললাম। ওদের মধ্যে কেউ কেউ এসেছে অনেকটা দূর থেকে। গরুর গাড়ি করে। শুধু আমার ছবি দেখবে বলে। 'বেদের মেয়ে জোৎস্না' ছবিটা একটা শ্রেণীর মানুষদের মধ্যে এতটা জনপ্রিয় হয়েছিল, যেটা বোধহয় শোলেও হয়নি।'



আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।