মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ঐশ্বর্য রাই-আরাধ্যা। নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুজনেই। ঐশ্বর্যা ও আরাধ্যার করোনা রিপোর্ট পজিটিভ আসে ১২ জুলাই। দু সপ্তাহ পরে অবশেষে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন অমিতাভ ও অভিষেক বচ্চন। হোম আইসোলেশনে ছিলেন ঐশ্বর্যা ও আরাধ্যা। উপসর্গ বৃদ্ধি পাওয়ায় পরে হাসপাতালে ভর্তি হন দুজনেই। মুম্বইয়ের ‘জলসা’ বাংলোয় ফিরলেন ঐশ্বর্যা ও আরাধ্যা।



সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা গিয়েছে যে, ঐশ্বর্য ও আরাধ্যাকে নিয়ে একটি গাড়ি মুম্বইয়ে বচ্চনদের বাংলো জলসা-য় প্রবেশ করছে।