কলকাতা: বলতে গেলে চলতি বছরটা মোটেই ভাল কাটেনি মালাইকা অরোরা (Malaika Arora)-র। তাঁর ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ থেকে শুরু করে বাবাকে হারানো.. সব মিলিয়ে বেশ কঠিন সময় গিয়েছে তাঁর জীবনে। আর বছর শেষে কি সেই সমস্ত ঘটনারই ইঙ্গিত দিলেন মালাইকা? সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন মালাইকা। ফেলে আসা বছরকে নিয়েই তাঁর এই পোস্ট। আর কার্যত কয়েকটা মুহূর্ত পেরোলেই চলে আসবে ২০২৫ সাল। আর সেই সালের শুরুতেই মালাইকা ভাগ করে নিলেন তাঁর উপলদ্ধি? 


চলতি বছরে অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙেছে বটে, তবে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, জনসমক্ষে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবেন না। তবে একটি সাক্ষাৎকারে মালাইকা অরোরা জানিয়েছিলেন তিনি 'সিঙ্গল'। অন্যদিকে অপর একটি সাক্ষাৎকারে অর্জুন কপূর-ও বলেছিলেন তিনি 'সিঙ্গল'। অতএব তাঁদের যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে ২০২৪-এর শেষে সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মালাইকা। তার মধ্যে একটি পোস্ট এল বছরের একেবারে শেষে। 


মালাইকা যে পোস্ট শেয়ার করেছেন, তাতে লেখা, 'তোমাকে আমি ঘৃণা করি না ২০২৪, কিন্তু এই বছরটা তুমি আমার জন্য অনেক কঠিন করে দিয়েছো। গোটা বছরটায় আমার জন্য প্রচুর চ্যালেঞ্জ ছিল। প্রচুর কিছু বদলে গিয়েছে। প্রচুর কিছু শিখেছি। আমি বুঝেছি চোখের পলকে জীবন বদলে যেতে পারে। আর তুমি আমায় নিজের ওপর আরও অনেক বেশি বিশ্বাস করতে শিখিয়েছো। এছাড়াও তুমি আমায় শিখিয়েছো, সবার উপরে হল স্বাস্থ্য। শারিরীক ও মানসিক স্বাস্থ্য, দুইই.. এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখনও ওমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমি বুঝতে পারি না। আমি জানি না সেগুলো আমার জীবনে কেন হল। কিন্তু বিশ্বাস করো, সময়ের সঙ্গে সঙ্গে আমিও বুঝতে শিখে যাব, আমার জীবনে যা যা ঘটেছে তাই তাই কেন ঘটল।'


মালাইকা এই পোস্টের মাধ্যমে কী নিশানা করেছেন অর্জুনকে? সেই উত্তর অবশ্য অজানা অনুরাগীদের কাছে।


আরও পড়ুন: Lagnajita and Nachiketa: আরজি কর কাণ্ডে পথে নামাতেই রোষের মুখে? আমন্ত্রণ পাওয়ার পরেও 'বাতিল' লগ্নজিতা, বদলে মঞ্চে নচিকেতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।